প্রতিবেদন : ওবিসি জট কাটতেই সোমবার সকালে প্রকাশিত হল প্রেসিডেন্সির (Presidency) স্নাতক স্তরের প্রবেশিকা পরীক্ষার ফলাফল। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে সকাল থেকেই ফল দেখা যাচ্ছে। ফল প্রকাশের পর দেখা গেল ৯৯.১৭ শতাংশ প্রার্থী পাশ করেছে।
আরও পড়ুন-গুচ্ছ প্রকল্পের উন্নয়ন, শিলান্যাস, পরিষেবা, কাল বর্ধমান যাচ্ছেন মুখ্যমন্ত্রী
মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৫২৬২ জন। ৫১৭০ জন পশ্চিমবঙ্গের বাসিন্দা এবং ৯২ জন পড়ুয়া ভিনরাজ্যের। এই বছরের পরীক্ষায় ছেলেদের তুলনায় মেয়েদের পাশের হার বেশি। প্রবেশিকা পরীক্ষায় মেয়েদের পাশের হার ৯৯.৫৩ শতাংশ এবং ছেলেদের পাশের হার ৯৮.৮১ শতাংশ। মঙ্গলবার ২৬ আগষ্ট প্রকাশিত হবে কাউন্সেলিংয়ের সময়সূচি। এবার বিশ্ববিদ্যালয় সময়সূচি প্রকাশ করলেই শুরু হবে ভর্তি প্রক্রিয়া।