প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ডঃ মনমোহন সিং। বয়স হয়েছিল ৯২ বছর। তাঁর প্রয়াণে শোকের ছায়া রাজনৈতিক মহলে। মনমোহন সিংয়ের (Manmohan Singh) প্রয়াণে শোকপ্রকাশ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
নিজের এক্স হ্যান্ডেলে শোকবার্তায় রাষ্ট্রপতি লেখেন, “প্রাক্তন প্রধানমন্ত্রী ডঃ মনমোহন সিং (Manmohan Singh) জি সেই বিরল রাজনীতিবিদদের মধ্যে একজন যিনি শিক্ষা এবং প্রশাসনের জগতেও সমান স্বাচ্ছন্দ্যে বিচরণ করেছিলেন। ভারতীয় অর্থনীতির সংস্কারে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন। জাতির সেবা, নিখুঁত রাজনৈতিক জীবন এবং পরম বিনয়ের জন্য তিনি চিরকাল স্মরণীয় হয়ে থাকবেন। তাঁর চলে যাওয়া আমাদের সবার জন্য এক বিরাট ক্ষতি। আমি ভারতের সর্বশ্রেষ্ঠ পুত্রদের একজনকে শ্রদ্ধা জানাই এবং তার পরিবার, বন্ধুবান্ধব এবং অনুগামীদের প্রতি আমার আন্তরিক সমবেদনা জানাই।”
আরও পড়ুন- ‘অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার’ মনমোহন সিংয়ের জীবনাবসান
নিজের এক্স হ্যান্ডেলে নিজের পূর্বসূরীর মৃত্যুতে প্রধানমন্ত্রী লেখেন, ”দেশের অন্যতম সেরা একজন নেতা মনমোহন সিংয়ের প্রয়াণে আমি শোকাহত। খুব সাধারণ একটা পরিবার থেকে উঠে দেশের সম্মানীয় নেতা হয়েছিলেন তিনি। ছিলেন একজন বিশিষ্ঠ অর্থনীতিবিদও। অনেক গুরুত্বপূর্ণ পদ অলংকৃত করেছেন তিনি। ছিলেন দেশের অর্থমন্ত্রীও”। মনমোহন সিং যখন প্রধানমন্ত্রী তখন গুজরাতের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই কথা উল্লেখ করে বর্তমান প্রধানমন্ত্রী লেখেন, রাজ্য পরিচালনায় বিভিন্ন বিষয় তৎকালীন প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর আলাপচারিতা হত। মনমোহন সিংয়ের মৃত্যুতে শোক প্রকাশ করে পরিবার-পরিজনদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন নরেন্দ্র মোদি।