দু’দিনের বাংলা সফরে সোমবার কলকাতা এসেছেন রাষ্ট্রপতি (President of India) দ্রৌপদী মুর্মু (Draupadi Murmu)। আজ বেলা বারোটা নাগাদ কলকাতা বিমানবন্দরে রাষ্ট্রপতিকে স্বাগত জানান রাজ্যপাল সিভি আনন্দ বোস। কলকাতা বিমানবন্দর থেকে রাষ্ট্রপতির কপ্টার নামে রেসকোর্সে। সেখানে দ্রৌপদী মুর্মুকে অভ্যর্থনা জানান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বিমানবন্দরে রাষ্ট্রপতিকে গার্ড অফ অনার দেওয়া হয়। বিমানবন্দরে রাজ্যপালের সঙ্গে ছিলেন রাজ্যের তিন মন্ত্রী ফিরহাদ হাকিম, সুজিত বসু এবং বীরবাহা হাঁসদা। রাষ্ট্রপতি রেসকোর্সে হেলিকপ্টার থেকে নামার পর উত্তরীয় পরিয়ে, পুষ্প স্তবক দিয়ে বরণ করে নেন মুখ্যমন্ত্রী। পরে নেতাজি ভবন থেকে জোড়াসাঁকো জোড়াসাঁকোয় পৌঁছন রাষ্ট্রপতি (Draupadi Murmu)। রবীন্দ্রনাথ ঠাকুরের বাসভবন পরিদর্শন করেন। ঠাকুরবাড়ি চত্বর ঘুরে দেখেন দ্রৌপদী মুর্মু। সেখানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসু, শশী পাঁজা-সহ অন্যান্যরা।
আরও পড়ুন: প্রয়াত প্রাক্তন সাংসদ ও কিংবদন্তি মালায়ালাম অভিনেতা ইনোসেন্ট
সেখান থেকে রাজভবনে গিয়েছেন রাষ্ট্রপতি। সেখানেই মধ্যাহ্নভোজ সেরে বিশ্রাম নেবে দ্রৌপদী মুর্মু। বিকেলে রাজ্য সরকারের তরফে তাঁকে নাগরিক সংবর্ধনা দেওয়া হবে। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সেই অনুষ্ঠানে থাকবেন মুখ্যমন্ত্রী। তাঁর উদ্যোগেই এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। রাতে রাজভবনে থাকবেন রাষ্ট্রপতি। মঙ্গলবার যাবেন বেলুড়মঠ ও সেখান থেকে শান্তিনিকেতনে বিশ্বভারতীতে।