নবান্ন সূত্রে খবর দু’দিনের সফরে রাজ্যে আসছেন রাষ্ট্রপতি (President)। আগামী ২৭ মার্চ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু কলকাতায় পৌঁছবেন। সেদিন বিকেলে রাজ্য সরকারের পক্ষ থেকে তাঁকে নাগরিক সংবর্ধনা দেওয়ার হবে। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ওই সংবর্ধনা অনুষ্ঠান হবে। এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ২৮ মার্চ বিশ্বভারতীতে সমাবর্তন উৎসবে যোগ দিতে শান্তিনিকেতন যাবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।
আরও পড়ুন-দিনের কবিতা
প্রসঙ্গত দ্রৌপদী মুর্মু দেশের প্রথম আদিবাসী রাষ্ট্রপতি। জয়ী হওয়ার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাইসিনা হিলসে গিয়ে দেখা করে এসেছিলেন রাষ্ট্রপতির সঙ্গে। দ্রৌপদী মুর্মুর নাগরিক সংবর্ধনার মাধ্যমে আদিবাসীদের বার্তা দেওয়া হবে বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুন-দলবদলু যেতেই শহিদ বেদি ধুয়ে তোপ তৃণমূলের
দেশের প্রথম আদিবাসী রাষ্ট্রপতি রাজ্যে এলে তাঁকে নাগরিক সংবর্ধনা দেওয়া রাজ্য সরকার তথা মুখ্যমন্ত্রীর সৌজন্য এবং দায়িত্ব। মমতা বন্দ্যোপাধ্যায় সেই সৌজন্য, শ্রদ্ধা এবং প্রটোকল থেকেই ওই সংবর্ধনার নিয়ে বিশেষভাবে উদ্যোগী।