বসে গেল হেলিপ্যাড। আটকে গেল রাষ্ট্রপতির হেলিকপ্টারের চাকা। যদিও রাষ্ট্রপতি নিজে সেই হেলিকপ্টারে ছিলেন না। ফলে এড়ানো গিয়েছে বড়সড় দুর্ঘটনা। গোটা ঘটনা প্রকাশ্যে আসার পরে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর (President Droupadi Murmu) আরোগ্য ও সুস্থতা কামনা করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
কেরলের প্রমদমে অস্থায়ী হেলিপ্যাডে মঙ্গলবার অবতরণ করেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (President Droupadi Murmu)। শবরীমালা মন্দির দর্শনের সঙ্গে চারদিনের কেরল সফরে রাষ্ট্রপতি। বুধবার সকালে ঘটে বিপত্তি। প্রমদম প্রশাসনের দাবি, অল্প সময়ের মধ্যে হেলিপ্যাড তৈরি হওয়ায় বিপত্তি ঘটে। তবে এই ঘটনায় কোনওভাবে রাষ্ট্রপতির কোনও ক্ষতি না হলেও ক্ষতির যে একটি আশঙ্কা ছিল, তাতে কোনও সন্দেহ নেই। এই ঘটনা রাষ্ট্রপতির অবতরণের সময়ে হলে সত্যিই বড়সড় দুর্ঘটনা ঘটতে পারত।
আরও পড়ুন- দিল্লিতে পাঁচ বছরের শিশুকে অপহরণ, ইট দিয়ে মাথা থেঁতলে খুন
সেই আশঙ্কাতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাষ্ট্রপতির শুভ কামনায় জানান, কেরল সফরের সময় আজ সকালে ঈশ্বরের কৃপায় রক্ষা পেয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তাঁর দীর্ঘ ও সুস্থ জীবন কামনা করি।