নেপালে সাংবিধানিক সংকট এড়াতে কড়া মনোভাব নিলেন রাষ্ট্রপতি বিদ্যাদেবী ভাণ্ডারী। আগামী রবিবার বিকেল পাঁচটার মধ্যে দেশে নতুন সরকার গঠনের সময়সীমা বেঁধে দিয়েছেন তিনি। ওই সময়ের মধ্যে নতুন সরকার গঠন না হলে চরম পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন রাষ্ট্রপতি। তাঁর এই কড়া মনোভাব দেখে নড়েচড়ে বসেছে বিভিন্ন দলের শীর্ষ নেতৃত্ব।
আরও পড়ুন-মহারাষ্ট্রে আবার অপারেশন লোটাস? হুমকি খোদ রাজ্য বিজেপি সভাপতির, ক্ষুব্ধ শিন্ডে শিবির
শুরু হয়েছে জোট সরকার গঠন নিয়ে আলোচনা। নেপালে নতুন সরকার গঠনের জন্য ২০ নভেম্বর ভোট নেওয়া হয়েছিল। যদিও কোনও দলই একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। সে কারণেই নতুন সরকার গঠনের বিষয়টি বিশ বাঁও জলে। ইতিমধ্যেই জোট সরকার গঠনের জন্য প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবা এবং প্রাক্তন প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি ছোট দলগুলির সঙ্গে দফায়-দফায় আলোচনায় বসেছেন। যদিও তাতে কোনও সুরাহা হয়নি।