অশান্তির মাঝে মুখ্যমন্ত্রী খুঁজতে ব্যর্থ বিজেপি! মণিপুরে জারি রাষ্ট্রপতি শাসন

Must read

শেষ পর্যন্ত মণিপুরে (Manipur) জারি হল রাষ্ট্রপতি শাসন। বৃহস্পতিবার, সন্ধেয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়। গত দেড় বছর ধরে সেখানে জাতি সংঘর্ষ চলছে। চাপে পড়ে কিছুদিন আগে পদত্যাগ করেন মুখ্যমন্ত্রী বীরেন সিং। কিন্তু তার পরে নতুন মুখ্যমন্ত্রী কে হবেন তা নিয়ে ঐক্যমত্য হয়নি। এর জেরেই জারি হল রাষ্ট্রপতি শাসন।

আরও পড়ুন- ওয়াকফ নিয়ে তুলকালাম সংসদে, বিরোধীদের চাপে জেপিসি রিপোর্টে অন্তর্ভুক্ত হচ্ছে ডিসেন্ট নোট

দেড় বছর ধরে জাতি সংঘর্ষ চলা মণিপুরে (Manipur) দিন চারেক আগে পদত্যাগ করেন মুখ্যমন্ত্রী বীরেন সিং। নতুন মুখ্যমন্ত্রী কে হবেন তা নিয়ে জল্পনা শুরু হয়েছিল। সারা দেশের নজর ছিল তার দিকে। সূত্রের খবর, নতুন মুখ্যমন্ত্রীর মুখ নিয়ে মনিপুরের রাজ্য বিজেপি বিধায়কদের মধ্যে কোনও ঐক্যমত্য হয়নি। নতুন নেতা নির্বাচনের জন্য একাধিক দলীয় বৈঠক হলেও কোনও নামে চূড়ান্ত সিলমোহর পড়েনি।

মণিপুরের নতুন মুখ্যমন্ত্রীর নামে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব হস্তক্ষেপ করবে বলে আশা করা হয়েছিল, কিন্তু তাতও কোনও সুনির্দিষ্ট ফলাফল না পাওয়ায়, রাষ্ট্রপতি শাসন জারি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে।

Latest article