ঢাকা, ২৩ ডিসেম্বর : টানা দ্বিতীয় টেস্টে অল্পের জন্য সেঞ্চুরি হাতছাড়া করেছেন। চট্টগ্রামে ৮৬ রানের পর মিরপুরে ৮৭। তবে আফসোস নেই শ্রেয়স আইয়ারের। বরং দলকে কঠিন পরিস্থিতি থেকে টেনে তোলার তৃপ্তির ছাপ ভারতীয় ব্যাটারের শরীরী ভাষায়। যখন ক্রিজে পা রাখেন, তখন ভারত চার উইকেট হারিয়ে ধুঁকছে। ঋষভ পন্থের সঙ্গে জুটি বেঁধে দলকে সেখান থেকে তুলে এনেছেন। গুরুত্বপূর্ণ লিডও দিয়েছেন।
দ্বিতীয় দিনের শেষে মিডিয়ার মুখোমুখি হয়ে শ্রেয়সের সোটাসাপটা বক্তব্য, ‘‘আমি চ্যালেঞ্জ নিতে ভালবাসি। সত্যি কথা বলতে কী, চাপের মধ্যেই আমার সেরাটা বেরিয়ে আসে। তাই কঠিন পরিস্থিতিতে ব্যাটিং করতে নামলেও কোনও সমস্যা হয়নি।’’ ঋষভের সঙ্গে ১৫৯ রানের জুটিটা যে দলকে লড়াইয়ে ফিরিয়ে এনেছে, তা মেনে নিচ্ছেন শ্রেয়স।
আরও পড়ুন-বন্ধুর টানে মেসির বাড়িতে সুয়ারেজ
তিনি বলছেন, ‘‘ক্রিজে পা রাখার পর ঋষভ আমাকে বলেছিল মাথা ঠান্ডা রাখতে। পরিস্থিতি অনুযায়ী ব্যাট করার পরিকল্পনা ছিল। আমাদের জুটিটা দলের স্বার্থে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।’’
শুরুতে ঋষভ যখন চালিয়ে খেলছিলেন, তখন সতীর্থকে আগ বাড়িয়ে সতর্ক করতে যাননি শ্রেয়স। এই প্রসঙ্গে তিনি বলেন, ‘‘আমাদের মধ্যে কথা হচ্ছিল। তবে আমি চাইনি ঋষভের ফোকাস নষ্ট হোক। তাই ওর ব্যাটিং নিয়ে কোনও মন্তব্য করিনি। কারণ ঋষভ মারার জন্য সঠিক বোলার ও বল বেছে নিচ্ছিল।’’ এবার বাংলাদেশের ইনিংস দ্রুত গুটিয়ে দেওয়ার জন্য বোলারদের উপর আস্থা রাখছেন শ্রেয়স। তাঁর বক্তব্য, ‘‘পিচে অসমান বাউন্স আছে। বলও ঘুরছে। আমাদের সঠিক লাইন ও লংথে টানা বল করে যেতে হবে। তাহলেই উইকেট পড়বে।’’
প্রতিবেদন: ১৩,৪২১ শূন্যপদের জন্য দ্বিতীয় দফার ইন্টারভিউর দিন ঘোষণা করল প্রাথমিক শিক্ষা পর্ষদ (West Bengal…
রাজ্য সরকারের ডিজিটাল পরিষেবা উদ্যোগ আরও একবার জাতীয় স্বীকৃতি পেল। পশ্চিমবঙ্গ সরকারের ‘অনুমোদন’ (Anumodan) নামে…
রাজ্যের কৃষি গবেষণায় বড় সাফল্যের কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। মঙ্গলবার নিজের…
গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…
এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…
প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…