সংবাদদাতা, কাঁথি: শনিবার কাঁথির (Kanthi) ইন্দ্রপুরী লজে কাঁথি সাংগঠনিক জেলা তৃণমূলের সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় দলের সাংগঠনিক কাঠামো আরও মজবুত করা, জনসংযোগ বৃদ্ধি, জনসাধারণের স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা এবং আসন্ন রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলার রূপরেখা নির্ধারণ করা হয়। বিশেষত, ভুয়ো ভোটার চিহ্নিতকরণের বিষয়টি আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল। বুথস্তর থেকে সংগঠনকে আরও কার্যকর করে তোলার জন্য দায়িত্বপ্রাপ্ত নেতৃত্ব ও কর্মীদের সক্রিয় ভূমিকা গ্রহণে গুরুত্ব দেওয়া হয়।
আরও পড়ুন-তৃতীয়বার রঞ্জি জয় বিদর্ভের
ছিলেন পূর্ব মেদিনীপুরের সভাধিপতি তথা বিধায়ক উত্তম বারিক, কাঁথি সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি পীযূষকান্তি পন্ডা, এগরার বিধায়ক তরুণকুমার মাইতি, প্রাক্তন বিধায়ক রঞ্জিত মণ্ডল, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ অপর্ণা ভট্টাচার্য, মানব পড়ুয়া ও তমালতরু দাস, হলদিয়া উন্নয়ন পরিষদের চেয়ারম্যান জ্যোতির্ময় কর, জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান হাবিবুর রহমান, জেলা মহিলা তৃণমূলের সভানেত্রী রিজিয়া বিবি, বিকাশ বেজ, শতরূপা পড়্যা ছাড়াও সাংগঠনিক জেলার সব শাখা সংগঠনের জেলা সভাপতি, ব্লক সভাপতি ও সহ-সভাপতি, পুরপ্রধান ও শহর সভাপতি, পঞ্চায়েত সমিতির সভাপতি ও সহ-সভাপতি এবং ব্লক ও শহরের শাখা সংগঠনের সভাপতি-সহনেতৃত্ব ও কর্মীরা।