ফলের দরে আগুন, কেন্দ্রের উদাসীনতায় ভুগছে মধ্যবিত্ত

এবার আমের ফলন কমায় ২০০ টাকা কেজি দরেও বিকোচ্ছে। গরমে রসালো ফল বেশি বিকোয়। চাহিদা বেশি থাকায় দামও যেন আকাশছোঁয়া।

Must read

প্রতিবেদন : ফের গরম বাড়তেই বাড়ল ফলের দাম। বিশেষত বাজারে দাম চড়েছে তরমুজ, শসা, পাতিলেবুর। প্রায় উধাও ডাবও। এবার আমের ফলন কমায় ২০০ টাকা কেজি দরেও বিকোচ্ছে। গরমে রসালো ফল বেশি বিকোয়। চাহিদা বেশি থাকায় দামও যেন আকাশছোঁয়া। এসময় শসার চাহিদা অনেক বেশি থাকে।

আরও পড়ুন-ঐতিহ্যবাহী বুড়োরাজ মেলায় অস্ত্র নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা

নিতুড়িয়ার সরবড়ি পঞ্চায়েতের চাকলতা, দিঘার চাষিদের কেউ কেউ তাই সবজির পাশাপাশি শসার চাষও করেছেন। ৮-১০ টাকা কেজির শসার এবার পাইকারি দর উঠেছে ২০-২৫ টাকায়। অন্যান্যবার বৈশাখ থেকেই বাজারে আমের আমদানি হয়। এ-বছর জ্যৈষ্ঠ পড়ে গেলেও সেভাবে আমের দেখা নেই এখনও। ফলে ২০০ টাকা কেজি পর্যন্ত চড়েছে আমের দর। রঘুনাথপুর বাজারের এক ফলবিক্রেতা বলেন, বাজারে তরমুজ, শসা, ডাব, পাতিলেবুর চাহিদা থাকলেও যা দাম, এলাকার মানুষ হাত দিতেও ইতস্তত করছেন, কেনা তো দূর। চাহিদা থাকলেও তাই আমরা বাধ্য হয়ে কম ফল তুলছি।

Latest article