আজ থেকে বাড়ছে ৯০০টি ওষুধের দাম

বিভিন্নরকমের প্যাকেজিং ও ফর্মুলেশনের উপর ভিত্তি করে মোট ৯০০টি অত্যাবশ্যক ওষুধের দাম বাড়বে প্রায় ২ শতাংশ হারে।

Must read

প্রতিবেদন : একগুচ্ছ অত্যাবশ্যকীয় ওষুধের দাম বাড়াল কেন্দ্র। মঙ্গলবার, পয়লা এপ্রিল থেকেই দেশ জুড়ে দাম বাড়ছে ৯০০টি ওষুধের। অসুখ সারাতে এবার আরও ফাঁকা হবে পকেট। বিভিন্নরকমের প্যাকেজিং ও ফর্মুলেশনের উপর ভিত্তি করে মোট ৯০০টি অত্যাবশ্যক ওষুধের দাম বাড়বে প্রায় ২ শতাংশ হারে। বিভিন্ন ওষুধের দামে বার্ষিক পরিবর্তনে ছাড়পত্র দিয়েছে ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি (এনপিপিআর)।

আরও পড়ুন-সেই মুম্বইয়েই আটকে গেল কেকেআর

যে ওষুধগুলির দাম বাড়তে চলেছে তার মধ্যে রয়েছে প্রেশার, শুগার, গ্যাস, জ্বর, বমি, হাঁপানি, সিজোফ্রেনিয়া-সহ মানসিক রোগ এবং এইডস-এর মতো রোগের একাধিক ওষুধ৷ তালিকায় রয়েছে সর্পাঘাতের ওষুধ, মরফিনের মতো ক্যানসার রোগীদের ব্যথানাশক ওষুধও। ২০১৩ সালের কেন্দ্রীয় ড্রাগ প্রাইস কন্ট্রোল অর্ডার (ডিপিসিও) মেনে ১.৭৪ শতাংশ হারে দাম বাড়তে চলেছে ওষুধগুলির৷ পাশাপাশি স্টেন্ট-সহ বিভিন্ন কার্ডিয়াক ও অর্থোপেডিক ইমপ্লান্টের দামও বাড়ছে৷ মূল্যবৃদ্ধির তালিকায় রয়েছে অসংখ্য অপরিহার্য স্টেরয়েড এবং জরুরি অ্যান্টিবায়োটিকও৷

Latest article