বঙ্গ

বিদেশে চাহিদা বাড়ায় দাম বাড়ছে গোবিন্দভোগের, অতিবৃষ্টিতে চাষ নষ্টে চাষিদের পাশে জেলা প্রশাসন

প্রতিবেদন : পূর্ব বর্ধমানে দক্ষিণ দামোদর লাগোয়া গ্রামগুলিতে সুগন্ধি ধান অর্থাৎ গোবিন্দভোগ ধানের চাষ বেশি হয়। গোবিন্দভোগ চাল রফতানিও হয় ভাল। কিন্তু এবার টানা প্রায় দেড় মাসের বৃষ্টিতে ধান চাষে সমস্যা দেখা দেয়। প্রাকৃতিক দুর্যোগে ব্যাপক ক্ষতি হয়েছে পূর্ব বর্ধমানের দক্ষিণ দামোদর লাগোয়া খণ্ডঘোষ ও রায়না ব্লকে। এই দুই ব্লকে এক দশকের বেশি সময় ধরে সুগন্ধি গোবিন্দভোগ ধানের চাষ বেশি হওয়ায় সেই ধানের চাল বিদেশেও রফতানি হচ্ছে। এবছর চাষিরা সুগন্ধি ধানের রেকর্ড দাম পাচ্ছেন। এক কুইন্টাল ধান ১৩ হাজার টাকায় বিক্রি হয়েছে। কেজি-প্রতি চালের দাম পড়ছে প্রায় ২০০ টাকা।

আরও পড়ুন-বিজেপির চক্রান্ত: গণমঞ্চে প্রতিবাদে বিশিষ্টরা বারবার বাংলা ও বাঙালির বিরুদ্ধে

দক্ষিণ দামোদর থেকে সুগন্ধি চাল বেশি রফতানি হয় দুবাই, কুয়েতের মতো মধ্য প্রাচ্যের দেশগুলিতে। সেসব দেশে এই চালেই বিরিয়ানি তৈরি হয়। কেরল বা অন্য রাজ্যে গোবিন্দভোগ চালে পায়েস তৈরি হয়। এ রাজ্যেও পায়েসের জন্যে এই চাল ব্যবহার হয়। কিন্তু এবারের অতিবৃষ্টিতে জেলার দুই ব্লকেই বিঘের পর বিঘে ধানিজমি জলের তলায়। বৃষ্টি কমলেও পরিস্থিতি স্বাভাবিক হয়নি। ওই সব এলাকার হাল সরেজমিনে ঘুরে দেখেন জেলাশাসক আয়েষা রানি এ, রাজ্যের কৃষিসচিব ও জনপ্রতিনিধিরা। এর পরেই জেলা প্রশাসন ক্ষতিগ্রস্ত চাষিদের বিনামূল্যে ‘গাছবীজ’ দেওয়ার সিদ্ধান্ত নেয়। প্রশাসনের তরফে যাঁদের গাছবীজ বা রোপণের আগে বাড়তি চারা আছে, তা কিনে নেওয়া হচ্ছে। সেই চারা বা ধানের গাছবীজ চাষিদের বিনামূল্যে দেওয়া হবে। ফলে চাষিরা সরাসরি জমিতে রোয়ার কাজ করতে পারবেন। কারণ বীজ ফেলে চারা তৈরির সময় পেরিয়ে গিয়েছে। বীজ ফেলে তৈরি চারাও পচে গিয়েছে। ফলে গাছবীজ পেলে চাষিদের আর্থিক দিক থেকে উপকার হবে। এরই মধ্যে সুগন্ধি ধানের বীজ সংগ্রহ এবং চাষিদের বিনামূল্যে তা দেওয়া নিয়ে জেলাশাসক জরুরি বৈঠক করেন ব্লকের আধিকারিক, পঞ্চায়েত প্রধান, উপপ্রধানদের নিয়ে। জেলা প্রশাসনের তরফে জানা গিয়েছে, দক্ষিণ দামোদর এলাকায় প্রায় ৪৬ হাজার হেক্টর জমিতে সুগন্ধি ধানের চাষ হয়। তবে এবার বেশিরভাগ চাষির হাতে নতুন করে চাষের মতো বীজ না থাকায় যাঁদের কাছে গাছ-চারা আছে, সেগুলি সংগ্রহের নির্দেশ দিয়েছেন জেলাশাসক। প্রয়োজনে চারা কিনে নেওয়ার কথাও বলা হয়েছে।

Jago Bangla

Recent Posts

নিজের কেবিনে একাধিক মহিলার সঙ্গে অশ্লীল আচরণ, সাসপেন্ড পুলিশকর্তা

এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…

1 hour ago

রাজ্যে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা

প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…

2 hours ago

সর্বকনিষ্ঠ সভাপতি, নেপথ্যে কোন অঙ্ক?

নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…

2 hours ago

সিআরপিএফ ক্যাম্পে অমানুষিক নির্যাতনের শিকার নাবালিকা, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করল ক্ষুব্ধ তৃণমূল

নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…

2 hours ago

‘তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি’

দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…

2 hours ago

হাড় নিরাময়কারী আঠা

অর্থোপেডিক সার্জারির এক নতুন দিগন্ত। হাড় বা অস্থি, দেহের অন্যতম শক্ত অংশ যা আমাদের শরীরের…

2 hours ago