দেবর্ষি মজুমদার, রামপুরহাট : তথ্য ও সংস্কৃতি দফতরের উদ্যোগে রাজ্যের প্রতিটি জেলায় তিনদিনের বিশেষ অনুষ্ঠান ও প্রদর্শনীর আয়োজন। বীরভূম জেলায় পারুলডাঙা ময়দানে বোলপুর শিক্ষানিকেতন আশ্রম বিদ্যালয়ে ১৬ থেকে ১৮ ফেব্রুয়ারি প্রতিদিন বিকেল চারটায় শুরু। প্রদর্শনীতে থাকছে বাটিক, কাঁথা স্টিচ, ডোকরা চামড়ার ব্যাগ ইত্যাদি হস্তশিল্পের সম্ভার।
আরও পড়ুন-ভোট এলেই এজেন্সিকে সক্রিয় করে কেন্দ্র: সোহম
সেই আয়োজনে উপস্থিত থাকছেন জেলার ডিআরডিসি, ডিএমডিসি, স্থানীয় ছাড়াও রাজ্যের শিল্পী ও লোকশিল্পীরা। জেলার অন্তত ১৫ জন লোকশিল্পী থাকছেন সাংস্কৃতিক অনুষ্ঠানে। সব মিলিয়ে ১৮টি স্টলে থাকছে শিল্পীদের হাতের কাজের সম্ভার। জেলা তথ্য-সংস্কৃতি আধিকারিক অরিত্র চক্রবর্তী বলেন, ‘বাংলা মোদের গর্ব’ শীর্ষক অনুষ্ঠানে ‘উন্নয়নের পথে মানুষের সঙ্গে’ শীর্ষক এক প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।
আরও পড়ুন-খুলে গেল ৩২ কোটির পুলিশ লাইন
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যবাসীর জন্য বিভিন্ন সময় যেসব জনহিতকর প্রকল্প গ্রহণ করেছেন, তার একটি রূপরেখা তুলে ধরা হয়েছে এই প্রদর্শনীতে। কোভিড পরিস্থিতি কাটিয়ে উঠে ধীরে ধীরে আমরা স্বাভাবিক ছন্দে ফেরার চেষ্টা করছি। এই অনুষ্ঠানে যেসব শিল্পী, লোকশিল্পী, যন্ত্রশিল্পী অংশ নিচ্ছেন তাঁরাও অনেকদিন পর দর্শকদের সামনে অনুষ্ঠান পরিবেশনের সুযোগ পেয়ে অত্যন্ত আনন্দিত। হস্তশিল্পীরাও তাঁদের তৈরি জিনিস সাধারণ মানুষের কাছে বিক্রির সুযোগ পাচ্ছেন। এদিক থেকে দেখতে গেলে অর্থনৈতিক দিক থেকেও এই অনুষ্ঠানের গুরুত্ব অপরিসীম।