শিক্ষকদের উদ্যোগে প্রাথমিক স্কুল পেল এসি কম্পিউটার রুম

সিউড়ির হরনাথ মণ্ডল আদর্শ প্রাথমিক বিদ্যালয় দৃষ্টান্ত তৈরি করল। প্রাথমিক স্কুলটিতে গড়ে উঠল শীতাতপ নিয়ন্ত্রিত কম্পিউটার কক্ষ।

Must read

প্রতিবেদন : সিউড়ির হরনাথ মণ্ডল আদর্শ প্রাথমিক বিদ্যালয় দৃষ্টান্ত তৈরি করল। প্রাথমিক স্কুলটিতে গড়ে উঠল শীতাতপ নিয়ন্ত্রিত কম্পিউটার কক্ষ। জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান প্রলয় নায়েক জানালেন, এর মূল কৃতিত্ব স্কুলের প্রধান শিক্ষক মন্টু গঙ্গোপাধ্যায়ের। এই প্রবল গরমে এসি লাগানো কম্পিউটার ঘর পেয়ে বেজায় খুশি খুদে পড়ুয়ারা। ছাত্রছাত্রীদের জন্য নানা অভিনব ভাবনাচিন্তার জন্য সিউড়ির এই প্রাথমিক স্কুলটির নাম আগেও উঠে এসেছে।

আরও পড়ুন-বোরো মরশুমে আরও পাঁচ লক্ষ টন ধান সংগ্রহের লক্ষ্য

শিক্ষা সংসদের চেয়ারম্যান প্রলয় নায়েক উদ্বোধন করলেন এসি কম্পিউটার কক্ষের। প্রধান শিক্ষক মন্টুবাবু জানালেন, সরকারি প্রাথমিক স্কুল মানে হেলাফেলার জায়গা নয়। সেখানেও নানা সুযোগসুবিধা দিয়ে পড়ুয়াদের পাশে থাকা যায় তার প্রমাণ আমাদের এই স্কুল। নতুন এই ঘরে ছেলেমেয়েরা কম্পিউটার শেখার সুযোগ পাবে। এই স্কুল যেকোনও বেসরকারি স্কুলের সঙ্গে পাল্লা দিতে পারে। শিক্ষক-শিক্ষিকাদের সম্মিলিত প্রচেষ্টায় তিনটি কম্পিউটার কেনা হয়েছে। চতুর্থটি মিলেছে সরকারি তহবিল থেকে।

Latest article