প্রধানমন্ত্রী-রাষ্ট্রপতি বাংলাদেশি-পাকিস্তানি: বেসুরো বিজেপি সাংসদ

এসআইআর করে নাগরিকত্ব কেড়ে নেওয়ার চক্রান্ত করেছে বিজেপি। এবার সেই বিজেপি-র অস্বস্তি বাড়ালেন দলেরই সাংসদ অনন্ত মহারাজ।

Must read

সংবাদদাতা, কোচবিহার : এসআইআর করে নাগরিকত্ব কেড়ে নেওয়ার চক্রান্ত করেছে বিজেপি। এবার সেই বিজেপি-র অস্বস্তি বাড়ালেন দলেরই সাংসদ অনন্ত মহারাজ। তিনি বললেন, কে কোন দেশি, তা কে প্রমাণ করবে? যাদের হাতে খাতাকলম, তারা নিজেই তো বাংলাদেশি? এখানেই শেষ নয়, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, রাজ্যপাল পাকিস্তানি বলেও বিস্ফোরক মন্তব্য করেন তিনি। দিনহাটার সিতাই এলাকায় নিজের সমর্থকদের নিয়ে বনভোজনে অনন্ত মহারাজের এই মন্তব্যকে ঘিরে রীতিমতো বেকায়দায় পড়েছে বিজেপি।

আরও পড়ুন-নাম নিয়ে সন্দেহ হলেই দায়িত্ব পালন করুন, নির্দেশ অভিষেকের

রাজ্য থেকে কেন্দ্র কোন নেতাই এ-নিয়ে মুখ খোলেননি। বনভোজনের অনুষ্ঠানে নিজের দলের নেতৃত্বর বিরুদ্ধে একের পর এক মন্তব্য করেন মহারাজ। এমনকী প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, রাজ্যপালের দিকে প্রশ্ন ছুঁড়ে বলেন, চেয়ারে বসে রয়েছেন তাঁরা, আমাদের কাগজ দেখতে চাইছেন, অথচ তাঁরাই পাকিস্তানি অথবা বাংলাদেশি তাহলে আমরা কাগজ কাকে দেখাব? এসআইআর তালিকায় নাম বাদ গেলে পাঠিয়ে দেওয়া হবে ডিটেনশন ক্যাম্পে, এ-কথা বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর মন্তব্য তুলেও একহাত নেন মহারাজ। এই মন্তব্য ঘিরে কার্যত তোলপাড় রাজ্য রাজনীতি। এই প্রসঙ্গে তৃণমূল রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ দাবি করেন, আমরা তো এই আশঙ্কার কথা বলছি। বিজেপির তাল হচ্ছে এসআইআরে নাম না উঠলে ডিটেনশন ক্যাম্পে যেতে হবে। নির্বাচন কমিশনকে দিয়ে বৈধ নাগরিকদের নাম বাদ দেওয়া। একদিকে ডিটেনশন ক্যাম্পের হাতছানি। অন্যদিকে সরকারি সুবিধাগুলি আপনি পাবেন না। কারণ আপনার ভোটার লিস্টে নাম নেই। ভবিষ্যতে আপনার শিকড় ধরে টান দেবে এই বিজেপি। কিছু মানুষ কিছু দিনের জন্য বিজেপিকে বিশ্বাস করে বিভ্রান্ত হয়েছেন। আজ এসআইআরের নাম করে তড়িঘড়ি বৈধ ভোটারদের নাম বাদ দেওয়ার কাজ চলছে। মানুষের পক্ষে থাকতে গেলে অনন্ত মহারাজদের আরও কড়া অবস্থান নিতে হবে এ কথা বলেন কুণাল ঘোষ।

Latest article