সন্দেশখালি নিয়ে মিথ্যাচার প্রধানমন্ত্রীর

সন্দেশখালি নিয়ে মিথ্যে কথা বলছেন, আপনার জন্য অপেক্ষা করছে দেশের সন্দেশ। সেই সন্দেশ হচ্ছে— এবার মোদি হারছেন, মোদি বিদায় নিচ্ছেন।

Must read

প্রতিবেদন : সন্দেশখালি নিয়ে মিথ্যে কথা বলছেন, আপনার জন্য অপেক্ষা করছে দেশের সন্দেশ। সেই সন্দেশ হচ্ছে— এবার মোদি হারছেন, মোদি বিদায় নিচ্ছেন। রবিবার বারাকপুরের আমডাঙা ও উলুবেড়িয়ার আমতার জোড়া সভা থেকেই প্রধানমন্ত্রী মোদির বিদায়ঘণ্টা বাজিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, রাজ্যপালের যেসব কীর্তি-কেলেঙ্কারি বেরিয়েছে, তার জন্য কি আপনার উচিত ছিল না তাঁকে পদত্যাগ করিয়ে সরিয়ে নেওয়ার? তা না করে আপনি সন্দেশখালি নিয়ে মিথ্যা বলছেন। সন্দেশ আসছে, এবার রেজাল্টটা মিলিয়ে নেবেন। তিন দফায় ধপাস হয়েছে বিজেপি। দেশে বিজেপি সরকারের মৃত্যুঘণ্টা বেজে গিয়েছে। এক-এক দফা ভোট হচ্ছে আর বিজেপি কাঁদছে।

আরও পড়ুন-মুম্বই কাঁটা উপড়ে প্লে অফে কেকেআর

মা-বোনেদের সম্মান নষ্ট : মুখ্যমন্ত্রী বলেন, সন্দেশখালিতে মা-বোনেদের সম্মান কীভাবে নষ্ট করেছেন টাকার বিনিময়ে, লজ্জা করে না! যিনি মা-বোনেদের হেয় করেন, অসম্মান করেন, তাঁর মুখে বড় বড় কথা মানায়? প্রধানমন্ত্রীর প্রতিনিধি রাজভবনের লাটুসাহেব। মেয়েরা রাজভবনে যেতে পারছে না ভয়ে। আমি সাংবিধানিক সংকটে পড়ে গিয়েছি। কারণ আমার প্রয়োজন থাকলে অন্য জায়গায় কথা বলতে হবে। কিন্তু রাজভবনে ঢুকতে পারছি না! এই রাজ্যপালের যেসব কীর্তি-কেলেঙ্কারি বেরিয়েছে তার জন্য। কী প্রধানমন্ত্রী! আপনার উচিত ছিল না তাঁকে পদত্যাগ করিয়ে সরিয়ে নেওয়ার।
সন্দেশ অপেক্ষা করছে : এরপরই প্রধানমন্ত্রীকে তাঁর খোঁচা, রাজ্যপালকে না সরিয়ে আপনি সন্দেশখালি নিয়ে মিথ্যে কথা বলে যাচ্ছেন। সন্দেশ তো আপনার জন্য অপেক্ষা করছে। সন্দেশ হচ্ছে, দেশের খবর কী? মোদি হারছেন, মোদি বিদায় নিচ্ছেন। রেজাল্টটা মিলিয়ে নেবেন। একশো দিনের কাজে গরিব লোকগুলোকে কাজ করিয়ে তিন বছর ধরে টাকা দিলেন না। তখন আপনার টাকা ছিল না পকেটে! আর এখন বিজ্ঞাপন দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে চোর বলতে হচ্ছে আপনাকে। আপনি যত ইচ্ছে বলে যান, আমার গায়ে ফোস্কা পড়বে না। আপনারা যে কতটা ভয় পেয়েছেন এটা তারই প্রমাণ।
পৃথিবী সেরা : মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বাংলা যা করেছে ১২ বছরের মধ্যে সারা পৃথিবীর কোনও প্রান্তে এ-কাজ হয়নি। বঞ্চনা সত্ত্বেও বাংলা একশো দিনের কাজ, সংখ্যালঘু উন্নয়ন থেকে বাংলার বাড়ি, গ্রামীণ রাস্তা, এমএসএমইতে এক নম্বর। আপনি আমাদের চোর বলছেন, তাহলে তো আমি আপনাদের দেওয়া সার্টিফিকেটগুলো নিয়ে আসতে পারি।

আরও পড়ুন-প্রধানমন্ত্রীর হাতে রবীন্দ্রনাথ ঠাকুরের উল্টো ছবি, সরব অভিষেক বন্দ্যোপাধ্যায়

মাৎস্যন্যায় অবস্থা : তাঁর কথায়, কী কদর্য মুখের ভাষা। শুধু কুৎসা আর অপপ্রচার। টিভি, ইউটিউব, কাগজ যা-ই খুলুন, শুধু বাবুর জয়গান। মনে হয় দেশে যেন কেউ নেই। এরকম কখন হয় জানেন, যখন দেশে মাৎস্যন্যায় অবস্থা হয়। যখন অন্য কোনও দলের কিছু বলার থাকে না, দেশটা কারাগার করে দেয়, জেলখানা করে দেয়। মোদি আজকে দেশ, ধর্ম, জাতি, মায়ের সম্মান বিক্রি করে দিয়েছে। নোটবন্দি করে টাকা লুঠ করেছে। একটাও চাকরি দেয়নি। বিজেপি চাকরিখেকো বাঘ। সবার চাকরি খেয়ে নিচ্ছে।
বিজেপির মৃত্যুঘণ্টা : তৃণমূল সুপ্রিমোর চ্যালেঞ্জ, বাংলা নাকি পিছিয়ে গিয়েছে। তুমি দেশটার কী অবস্থা করেছ। নিজের প্রচারের ঘণ্টা বাজতে বাজতে বিজেপি সরকারের মৃত্যুঘণ্টাটা বেজে গিয়েছে। তিন দফার নির্বাচন হয়েছে। প্রথমটায় এ-পাশ, পরেরটায় ও-পাশ, আর তার পরেরটা ধপাস। একটা একটা ভোট হচ্ছে আর বিজেপি কাঁদছে। সব জায়গায় বিজেপি হারছে।

Latest article