গ্রেফতার বালেশ্বর কলেজের অধ্যক্ষ

জনরোষের চাপে অবশেষে বিজেপি ওড়িশায় বালেশ্বরের (Baleshwar) ফকির মোহন কলেজের অধ্যক্ষকে সোমবার গ্রেফতার করতে বাধ্য হল পুলিশ।

Must read

প্রতিবেদন: জনরোষের চাপে অবশেষে বিজেপি ওড়িশায় বালেশ্বরের (Baleshwar) ফকির মোহন কলেজের অধ্যক্ষকে সোমবার গ্রেফতার করতে বাধ্য হল পুলিশ।

আরও পড়ুন-চেনা ছন্দে ফিরতে চান সিন্ধু-লক্ষ্য, আজ শুরু জাপান ওপেন

ওড়িশায় (Orrisa) বালেশ্বরের কলেজে বিভাগীয় প্রধানের বিরুদ্ধে যৌন নিগ্রহের অভিযোগ আনেন এক তরুণী। কিন্তু তারপরেই ঘটে গেল ভয়ানক ঘটনা। কলেজেই গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করলেন ছাত্রী। সূত্রের খবর, তাঁর শরীর ৯৫ শতাংশ পুড়ে গিয়েছে। তাঁকে বাঁচাতে গিয়ে পুড়ে গিয়েছেন আরও এক ছাত্রী। তাঁর শরীরে পোড়া ক্ষত রয়েছে ৭০ শতাংশ। ওড়িশা সরকারের তরফে গঠন করা হয়েছে বিশেষ তদন্তদল। অভিযুক্ত অধ্যাপককে ইতিমধ্যে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়া এই ঘটনায় সাসপেন্ড করা হয় কলেজের প্রিন্সিপালকেও। নির্যাতিতা কলেজের ইন্টিগ্রেটেড বি.এড. কোর্সের দ্বিতীয় বর্ষের ছাত্রী। শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে তিনি এক সপ্তাহ ধরে কলেজ ক্যাম্পাসে অবস্থান কর্মসূচিও চালাচ্ছিলেন তিনি তবে কোন সুরাহা হয় নি।

Latest article