বিজেপি বিধায়কদের কাগজ ছেঁড়া নিয়ে কড়া পদক্ষেপ অধ্যক্ষের!

Must read

ফের বিধানসভায় রাজ্য বাজেট অধিবেশন চলাকালীন বিজেপি বিধায়কদের বিশৃঙ্খলা। মঙ্গলবার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের (Biman banerjee) একটি সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে বিধানসভার কার্যবিবরণীর কাগজ ছিঁড়ে ফেলেন বিজেপি বিধায়করা। এরপরই করা পদক্ষেপ নেন অধ্যক্ষ। সাফ জানিয়ে দেন, এবার থেকে বিধানসভার অধিবেশনে বিজেপি বিধায়কদের কোনও কাগজ দেওয়া হবে না।

সোমবার বিজেপি বিধায়কদের বিক্ষোভকে কেন্দ্র করে বিধানসভা চত্বরে অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়েছিল। যে কারণে আজ সকাল থেকেই সেখানে পুলিশি নজরদারি ছিল চোখে পড়ার মতো।

আরও পড়ুন- ট্রাম্পের শুল্কযুদ্ধের জেরে মার্কিন বাজারে গায়েব প্রায় ৩৫ লক্ষ কোটি টাকা! পড়ছে সেনসেক্সও

বিধানসভায় কী কী বিষয়ে আলোচনা হবে, সেই সংক্রান্ত কাগজ দেওয়া হয় বিধায়কদের। আজ সেগুলি ছিঁড়ে ফেলার জন্য আগামীদিনে বিজেপি বিধায়কদের বিধানসভা কক্ষে কোনও কাগজ যাতে না দেওয়া হয়, সেই নির্দেশ দেন অধ্যক্ষ। তিনি (Biman banerjee) বলেন, “বিরোধীদল হিসেবে বিধানসভায় বিজেপির যে ভূমিকা পালন করা উচিত, ওরা করছেন না। এটা দুভার্গ্যজনক। গঠনমূলক আলোচনার পরিবর্তে ওরা শুধুই বিশৃঙ্খলা করছে।”

Latest article