সংবাদদাতা, জলপাইগুড়ি : পকসো (POCSO) মামলায় অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি দিল জলপাইগুড়ি বিশেষ আদালত। বানারহাট থানার পুলিশ দ্রুত চার্জশিট পেশ করায় এক বছরের মধ্যেই সাজা পেল দুই দোষী। শুক্রবার জলপাইগুড়ির বিশেষ পকসো আদালত রায় ঘোষণা করে। আদালত কৃষ্ণ মাহালিকে ২৫ বছরের সশ্রম কারাদণ্ড এবং ১ লক্ষ টাকা জরিমানা ও অমিত লোহার ওরফে সুন্দরু লোহারকে ২০ বছরের সশ্রম কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা করে। নির্যাতিতাকে ৬ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশও দেন বিচারক।
আরও পড়ুন-ডিজিটাল অ্যারেস্টে দেশের প্রথম সাজা