ফারুখাবাদ (উত্তরপ্রদেশ) : আমেদাবাদের (Ahmedabad)ভয়াবহ বিমান দুর্ঘটনার ক্ষত এখনও দগদগে। ৪ মাস যেতে না যেতেই আবার সেই ঘটনার স্মৃতি উসকে দিল যোগীরাজ্যের ফারুখাবাদ। ওড়ার পরমুহূর্তেই বৃহস্পতিবার নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় আছড়ে পড়ল একটি ছোট ব্যক্তিগত জেট। তবে স্বস্তির কথা, এখনও পর্যন্ত কোনও প্রাণহানির খবর নেই। আশ্চর্যজনকভাবে কোনওরকমে ঝাঁপ দিয়ে প্রাণে বাঁচেন বিমানের ২ পাইলট এবং কয়েকজন যাত্রী। তবে প্রত্যেকেই বেশ চোট পেয়েছেন বলে জানা গিয়েছে।
আরও পড়ুন-তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত, বিক্ষিপ্ত বৃষ্টি দক্ষিণে
প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, দুর্ঘটনাকবলিত ‘ভিটি-ডিইজেড’ জেটটির মালিক জেট সার্ভিস অ্যাভিয়েশন সংস্থা। নির্মীয়মাণ একটি বিয়ার কারখানার ম্যানেজিং ডিরেক্টর কাজের অগ্রগতি খতিয়ে দেখতে উঠেছিলেন ওই বিমানে। জখম হয়েছেন তিনিও। ফারুখাবাদের কোতোয়ালি মহম্মদাবাদের একটি ছোট বিমানঘাঁটি থেকে উড়েছিল বিমানটি। কিন্তু টেক অফের কয়েকমুহূর্তের মধ্যেই গোঁত্তা খেয়ে মাঠে আছড়ে পড়ে সেটি।