বিদ্যাসাগর সেতুতে বেসরকারি যাত্রিবাহী বাসে আগুন

এভাবে আগুন লাগার ফলে প্রায় পৌনে এক ঘণ্টা সেতুতে হাওড়া থেকে কলকাতাগামী যানবাহন আটকে পড়ে এবং সমস্যার সম্মুখীন হতে হয় নিত্যযাত্রীদের।

Must read

বুধবার সকালে বিদ্যাসাগর সেতুতে (Vidyasagar Setu) একটি যাত্রিবাহী বাসে হঠাৎ করেই আগুন ধরে যায়। সেতুর উপরেই জ্বলতে থাকে বাসটি। পরিস্থিতি বুঝতে পেরে দ্রুত যাত্রীদের নামিয়ে দেওয়া হয়। যদিও এদিনের ঘটনায় হতাহতের কোনও খবর নেই। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের দু’টি ইঞ্জিন যায়। প্রায় ৩৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।

আরও পড়ুন-দিনের কবিতা

জানা গিয়েছে, আজ সকাল সাতটা নাগাদ দ্বিতীয় হুগলি সেতুর অ্যাপ্রোচ রোডে একটি বেসরকারি বাসে আগুন লেগে যায়। কিছুক্ষনের মধ্যে গোটা বাসে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় হেস্টিংস থানার পুলিশ। আগুন বেশি ছড়িয়ে পড়ার আগেই যাত্রী এবং চালক, কন্ডাক্টর সবাই বাস থেকে নেমে পড়েন। দমকলের দু’টি ইঞ্জিন আগুন নেভানোর ব্যবস্থা করে। প্রাথমিক তদন্তের ভিত্তিতে দমকলের অনুমান, ইলেকট্রিক্যাল শর্ট সার্কিট থেকে এই আগুন লেগেছে। তবে গোটা বিষয়টা খতিয়ে দেখা হচ্ছে। এভাবে আগুন লাগার ফলে প্রায় পৌনে এক ঘণ্টা সেতুতে হাওড়া থেকে কলকাতাগামী যানবাহন আটকে পড়ে এবং সমস্যার সম্মুখীন হতে হয় নিত্যযাত্রীদের।

Latest article