প্রতিবেদন : নতুন বছরের শুরুতেই শিক্ষকদের জন্য একগুচ্ছ নিয়ম বেঁধে দিল মধ্যশিক্ষা পর্ষদ (West Bengal Board of Secondary Education)। প্রত্যেকটি স্কুলে নির্দেশিকা পাঠিয়ে শিক্ষকদের স্কুলে প্রবেশ ও প্রস্থানের সময় স্থির করে দিয়েছে পর্ষদ (West Bengal Board of Secondary Education)। ওই নির্দেশিকায় জানানো হয়েছে, প্রত্যেক শিক্ষক-শিক্ষিকাকে ১০.৪০ মিনিটের প্রার্থনা সভায় উপস্থিত থাকতেই হবে। ১০.৪০ মিনিটের পরে এলে তাঁকে ‘লেট’ এবং ১১.১৫-এর পরে এলে সেদিনের জন্য অনুপস্থিত ধরে নেওয়া হবে। ৪.৩০ মিনিটের আগে বিদ্যালয় থেকে বেরোনো যাবে না। কোনও শিক্ষক-শিক্ষিকা ক্লাসের মধ্যে ফোন ব্যবহার করতে পারবেন না। ব্যক্তিগত লাভের জন্য কোনও শিক্ষক-শিক্ষিকা প্রাইভেট টিউশন করাতে পারবেন না।
স্কুল-চত্বরকে তামাকমুক্ত রাখা, পড়ুয়াদের মধ্যে স্বাস্থ্য সচেতনতা ও পরিচ্ছন্নতা বজায় রাখার দায়িত্ব প্রধান শিক্ষকদের। এ-ছাড়াও রাজ্য সরকারের প্রকল্পগুলো সঠিকভাবে পড়ুয়াদের মধ্যে পৌঁছচ্ছে কিনা তার জন্য শিক্ষকদের নোডাল টিচার হিসেবে কাজ করার নির্দেশ দিয়েছে পর্ষদ।
ব্যক্তিগত লাভের জন্য প্রাইভেট টিউশন নয়, একগুচ্ছ নির্দেশ মধ্যশিক্ষা পর্ষদের

