নবনীতা মণ্ডল, নয়াদিল্লি : ব্যাঙ্ক বেসরকারীকরণের পথে আরও এক ধাপ এগিয়ে গেল মোদি সরকার। এবার আইডিবিআই ব্যাঙ্কের বেসরকারীকরণের প্রক্রিয়া শুরু করে দিল কেন্দ্র। আইডিবিআই ব্যাঙ্কের অংশীদারি বিক্রি করতে দরপত্র চাইল সরকার। ১৬ ডিসেম্বর পর্যন্ত দরপত্র জমা দিতে পারবেন আগ্রহী ক্রেতারা।
আরও পড়ুন-প্রবল বৃষ্টি ও ধসে নেপালে আটকে বহু পর্যটক
কেন্দ্রীয় সরকারের ৩০.৪৮ শতাংশ এবং ভারতীয় জীবনবিমা নিগমের ৩০.২৪ শতাংশ অংশীদারি বিক্রি করা হবে দরপত্রের মাধ্যমে। গত বছরের মে মাসে আইডিবিআই ব্যাঙ্কের অংশীদারি বিক্রিতে অনুমোদন দেয় অর্থনৈতিক বিষয়ক ক্যাবিনেট কমিটি।
বর্তমানে ব্যাঙ্কটি ভারতীয় জীবনবিমা নিগম দ্বারা পরিচালিত হয়। এই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে সরকারের অংশীদারি রয়েছে ৪৫.৪৮ শতাংশ, ভারতীয় জীবনবিমা নিগমের অংশীদারি রয়েছে ৪৯.২৪ শতাংশ। আইডিবিআই ব্যাঙ্কের বেসরকারীকরণের জন্য জন্য দরপত্র জমা দিতে পারবে বেসরকারি ব্যাঙ্ক, বিদেশি ব্যাঙ্ক, ব্যাঙ্কিং পরিষেবার বাইরে থাকা অন্যান্য আর্থিক পরিষেবা প্রদানকারী সংস্থা, অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট ফান্ড। দরপত্র প্রদানকারী সংস্থার অন্ততপক্ষে ২২ হাজার ৫০০ কোটি টাকার সম্পত্তি থাকতে হবে। এছাড়া গত ৫ অর্থবর্ষের মধ্যে অন্তত তিনটি অর্থবর্ষে লাভ থাকতে হবে।