প্রতিবেদন: রেল কি তাহলে বেসরকারিকরণের পথে? কোনও স্পষ্ট উত্তর দিল না কেন্দ্র। তবে সংখ্যাধিক্যের জোরে, আরও ভাল করে বললে, প্রয় একতরফাভাবেই সংসদে তারা পাশ করিয়ে নিল রেলওয়ে সংশোধনী বিল। এই বিলকে কেন্দ্র করে বিরোধী দল গুলির মনে সংশয় থেকেই যাচ্ছে।
আরও পড়ুন-বাংলাদেশ : কেন্দ্র ব্যবস্থা নিক দ্রুত
এই বিলের মাধ্যমে ভারতীয় রেলকে বেসরকারিকরণের পথে ঠেলে দেওয়া হতে পারে, এমন আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। অতীতে মোদি সরকারের উদ্যোগে একাধিক সরকারি প্রতিষ্ঠানের বেসরকারিকরণের প্রচেষ্টার তীব্র বিরোধিতা করেছিল তৃণমূল কংগ্রেস, কংগ্রেস, আম আদমি পার্টি সহ একাধিক বিরোধীদল। বেসরকারিকরণ এর নামে রাষ্ট্রায়ত্ত সংস্থার সম্পদ পুঁজিপতি শিল্প গোষ্ঠীর হাতে তুলে দেওয়া হচ্ছে, এই অভিযোগে সোচ্চার হয় বিরোধীরা। একইভাবে রেলওয়ে সংশোধনী বিল ২০২৪ লোকসভায় পাস হওয়ার পরে সংশয় কাটছে না বিরোধী দলগুলির। নতুন বিলটির গুরুত্ব বোঝাতে বিরোধীদল গুলির উদ্দেশ্যে বার্তা দিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।