প্রতিবেদন : দৃষ্টান্ত। কলকাতা পুরসভার নিকাশি বিভাগের মেয়র পারিষদ তারক সিং-এর মালিকানাধীন জমিতে ডেঙ্গুর মশার লার্ভা জন্মানোর সম্ভাবনার ব্যাপারে সতর্ক করে তাঁকে নোটিশ দিলেন পুরসভারই স্বাস্থ্য বিভাগের এক আধিকারিক। মেয়র পারিষদের পদমর্যাদা বিচার না করে নিজের কর্তব্যে অবিচল থাকার জন্য তাঁকে পুরস্কৃত করার সিদ্ধান্ত নিয়েছেন তারক সিং। ওই আধিকারিকের নিরপেক্ষ ভূমিকায় বিন্দুমাত্র অসন্তোষ প্রকাশ না করে তাঁর কর্তব্যপরায়ণতার ভূয়সী প্রশংসা করেছেন মেয়র পারিষদ।
আরও পড়ুন-বেকারিকে বাঁচাতে ভর্তুকি দেবে সরকার
ঠিক কী হয়েছিল ব্যাপারটা? তারক সিং-এর মুখ থেকেই বৃহস্পতিবার জানা গেল, ৮১ নম্বর ওয়ার্ডে ৩৪ নম্বর টালিগঞ্জ সার্কুলার রোডে সওয়া ৬ কাঠা জমি রয়েছে তাঁর নামে। সেখানে আছে কয়েকঘর ভাড়াটিয়া। পুরসভার স্বাস্থ্য বিভাগের এক আধিকারিকের নেতৃত্বে একটি টিম পরিদর্শনে গিয়ে দেখেন ওই জমির একাংশে জমে রয়েছে আবর্জনা। যেখানে বৃষ্টির জল জমলে ডেঙ্গুর মশা জন্মানোর সমূহ সম্ভাবনা। এটা দেখেই আধিকারিক নোটিশ দেন তারক সিংকে। খবর পেয়েই আবর্জনা সাফ করার ব্যবস্থা করেন মেয়র পারিষদ। সিদ্ধান্ত নেন সংশ্লিষ্ট আধিকারিককে পুরস্কৃত করার। গত ২৪ ঘণ্টায় রাজ্যে ৫৩৭ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন।
আরও পড়ুন-বিরোধী নেতাকে চার প্রশ্ন তৃণমূলের
কলকাতার এক বেসরকারি হাসপাতালে মৃত্যুও হয়েছে। স্বাস্থ্য দফতর ডেঙ্গু প্রতিরোধে কড়া নজরদারি শুরু করেছে। প্রতিটি ব্লকে রাখা হয়েছে কুইক রেসপন্স টিম। স্বাস্থ্য বিভাগের দায়িত্বপ্রাপ্ত ডেপুটি মেয়র অতীন ঘোষকে বিষয়টি জানান মেয়র পারিষদ তারক সিং। এদিকে ডেঙ্গু পরিস্থিতি সামাল দিতে যুদ্ধকালীন তৎপরতা চালাচ্ছে কলকাতা পুরসভা। নগরপাল বিনীত গোয়েল ডেঙ্গু আক্রান্ত হওয়ার পরেই ডেঙ্গু প্রতিরোধ অভিযানে বাড়ানো হয়েছে কর্মিসংখ্যা। পুলিশ আবাসনগুলিতেও তাঁরা ঘুরে ঘুরে দেখছেন কোথাও মশার লার্ভা পাওয়া যায় কিনা। চলছে পরিচ্ছন্নতা অভিযানও