প্রতিবেদন : মালদহের তৃণমূল কাউন্সিলর দুলাল সরকার ওরফে বাবলার খুনিদের দ্রুত গ্রেফতারের নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরই গুলি চালানোয় অভিযুক্ত দুই সুপারি কিলার-সহ মোট আটজনকে গ্রেফতার করেছে পুলিশ। তারপরই ঘটনার মূল অভিযুক্ত হিসেবে কৃষ্ণ রজক ওরফে রোহন (৩০) ও বাবলু যাদব (৩১), দু’জনের নাম প্রকাশ্যে আনল পুলিশ। মালদহ জেলা পুলিশ সুপারের তরফে দুই অভিযুক্তর ছবি-সহ পোস্টার দিয়ে ২ লক্ষ টাকা করে তাদের মাথার দাম ঘোষণা করা হয়েছে। গত ২ জানুয়ারি ইংরেজবাজারের ঝলঝলিয়ার কাছে তিন আততায়ীর গুলিতে নিহত হন কাউন্সিলর দুলাল সরকার। ঘটনার পরই পুলিশকে ভর্ৎসনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন-৩ দিনে ২৪ হাজার রোগীর স্বাস্থ্য পরীক্ষা হল সেবাশ্রয়ে
এরপরই তৎপরতার সঙ্গে বিহারের বাসিন্দা সামি আখতার, আবদুল গনি এবং ইংলিশবাজারের বাসিন্দা টিঙ্কু ঘোষকে গ্রেফতার করে পুলিশ। তাদের জেরা করে গ্রেফতার হয় ইংরেজবাজারের বাসিন্দা অভিজিৎ ঘোষ ও অমিত রজক। তাদের জেরা করেই খুনে মূল অভিযুক্ত হিসেবে কৃষ্ণ রজক ও বাবলু যাদবের নাম পায় পুলিশ। পুলিশের অনুমান, অমিত রজক ও তার ভাই কৃষ্ণ নিজেদের বাড়িতে বসে গোটা খুনের ব্লুপ্রিন্ট তৈরি করেছিল। বাবলার বাড়ি থেকে আড়াইশো মিটার দূরে রেলের কলোনিতে অমিতের বাড়ি। কিন্তু কৃষ্ণ ও বাবলু এখনও ফেরার। এবার দুই অভিযুক্তকে ধরতে তৎপর হল মালদহ পুলিশ। প্রত্যেকের মাথার দাম ২ লক্ষ টাকা করে ঘোষণা করা হয়েছে। তাদের খোঁজ দিতে পারলে মিলবে নগদ পুরস্কার, পোস্টারে এমনই ঘোষণা করেছে মালদহ জেলা পুলিশ।