নয়াদিল্লি : আরও বিপাকে আপ নেতা ও দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন। তাঁর ঘনিষ্ঠদের বাড়ি থেকে সোনার বাট সহ কোটি কোটি টাকা উদ্ধার হয়েছে। দুর্নীতির মামলায় ইডির হাতে গ্রেফতার হয়েছেন দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন৷ ইডির তরফে জানানো হয়েছে, দিল্লি এবং আশপাশের এলাকার কিছু বাড়ি, দফতর এবং সোনার দোকানে হানা দিয়ে হিসাব বহির্ভূত প্রচুর নগদ টাকা এবং সোনার কয়েন ও বাট উদ্ধার করা হয়েছে।
আরও পড়ুন-বরিসেই আস্থা
রিপোর্ট অনুসারে, ইডির তল্লাশিতে ২.৮৫ কোটি টাকা নগদ এবং ১৩৩টি স্বর্ণমুদ্রা উদ্ধার করা হয়েছে। আপ মন্ত্রীর বিরুদ্ধে হাওয়ালার মাধ্যমে টাকা লেনদেনের মামলা রয়েছে বলে ইডি কর্মকর্তারা জানিয়েছেন। এদিকে স্বাস্থ্যমন্ত্রীর গ্রেফতারিকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে উল্লেখ করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। অভিযোগ, দিল্লি ও পাঞ্জাবে আপের সাফল্যে ভয় পেয়েই মিথ্যা মামলায় ফাঁসাচ্ছে বিজেপির অঙ্গুলিহেলনে চলা কেন্দ্রীয় এজেন্সি।