আমাদের পাড়া : তিন মাসেই সমাধান

Must read

প্রতিবেদন : দু থেকে তিন মাসের মধ্যেই হবে সমস্যার সমাধান। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ (Amader Para Amader Samadhan) কর্মসূচি নিয়ে এমনটাই জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার মানুষের পাড়ার ছোট ছোট সমস্যা সমাধান করতেও উদ্যোগী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর মস্তিষ্কপ্রসূত কর্মসূচি ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ (Amader Para Amader Samadhan) শুরু হয়েছে ইতিমধ্যেই। এর জন্য প্রতিটা বুথে ১০ লক্ষ টাকা করে ধার্য করা হয়েছে। নতুন করে আট হাজার কোটি টাকা খরচ হচ্ছে। ৮০ হাজার বুথে একদিন করে ক্যাম্প হবে। ঝাড়গ্রাম থেকে এদিন মুখ্যমন্ত্রী বলেন, এই ক্যাম্পে যে ছোট ছোট জিনিসগুলো আছে সেগুলো আপনারা বলে এলে আমরা সেইমতো চেষ্টা করব আড়াই-তিন মাসের মধ্যে সেই সমস্যার সমাধান করার। মুখ্যমন্ত্রী জানান, বুধবার পর্যন্ত ২,৫৫৫টি ক্যাম্প হয়েছে, যেখানে ১২ লক্ষ মানুষ অংশগ্রহণ করেছেন। ঝাড়গ্রামে ৩৮টি ক্যাম্প হয়েছে ১৪ হাজার মানুষ অংশগ্রহণ করেছেন। প্রশাসনিক প্রধান বলেন, মেদিনীপুরে বুধবার একটা জায়গায় ঢুকতে গিয়েও ঢুকতে পারিনি, এত ভিড় মানুষের। আমি গেলে পদপিষ্ট হয়ে যেত। বাইরে থেকে দেখলাম প্রচুর মানুষ এসেছেন। এই প্রোগ্রামের জন্য সারা বাংলা জুড়ে ভাল করে ক্যাম্পেইন করতে হবে। যেদিন এই কর্মসূচি হবে তার দু’দিন আগে থেকে মাইকিং করতে হবে যাতে সাধারণ মানুষ জানতে পারেন। দু মাস ধরে চলবে এই ক্যাম্প।

আরও পড়ুন- নাবালিকার অনুরোধ: বিশ্ব আদিবাসী দিবস উদযাপনের মঞ্চ থেকেই বাল্যবিবাহ বন্ধের নির্দেশ মুখ্যমন্ত্রীর

Latest article