প্রয়াত কুলতলির নয়বারের বিধায়ক এসইউসিআই দলের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সদস্য প্রবোধ পুরকায়েত (Probodh Purkait)। দলের দেওয়া বিবৃতিতে জানানো হয়, রবিবার সকাল ৬টা ১৫ মিনিটে হৃদরোগে আক্রান্ত হয়ে জয়নগরের দক্ষিণাঞ্চল স্বাস্থ্যসদনে মৃত্যু হয় তাঁর (Probodh Purkait)। বয়স হয়েছিল ৮৭। ষাটের দশকে কৃষক আন্দোলন, বেনামি জমি উদ্ধার আন্দোলনে যুক্ত ছিলেন। শিক্ষকতার চাকরি ছেড়ে দলে যোগ দেন। ১৯৬৭-তে প্রথম কুলতলি বিধানসভা থেকে নির্বাচিত হন। বিধায়ক থাকাকালীন সুন্দরবনে পরিবেশ বিনষ্টকারী বহুজাতিক সংস্থার ইকো ট্যুরিজম চালুর চেষ্টা প্রতিহত করেন সিপিএম পরিচালিত বাম সরকারের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে। রবিবার দুপুর ১টায় মরদেহ লেনিন সরণির রাজ্য দফতরে এলে শ্রদ্ধা জানান দলের নেতারা, দুপুর ২টায় বিধানসভায় নিয়ে যাওয়া হয়। সেখানে শ্রদ্ধা জানান স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়, মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় এবং বিধায়ক তাপস রায়।
আরও পড়ুন: করোনা রুখতে কেন্দ্র ও রাজ্য বৈঠক