অধ্যাপক ১৪ দিন জেল হেফাজতে, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়

Must read

সংবাদদাতা, শান্তিনিকেতন : জাতিবিদ্বেষমূলক মন্তব্যের জেরে বিশ্বভারতীর মণিপুরী নৃত্য বিভাগের অধ্যাপক সুমিত বসুর ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিল সিউড়ি আদালত। সরকারি আইনজীবী রঞ্জিত গঙ্গোপাধ্যায় বলেন, পুলিশ চার্জশিট জমা দেওয়ার পর আদালতের মাধ্যমে ওয়ারেন্ট জারি হয়। চার্জশিটে ভুল থাকায় অধ্যাপককে (Visva Bharati Professor) জামিনে মুক্তি দেওয়া ছিল বলে উল্লেখ করা হয়েছিল। ১৬ মার্চ বোলপুর মহকুমা পুলিশ আধিকারিক আদালতে হাজির হয়ে ভুল সংশোধন করেন। পরে পুলিশ অভিযুক্তকে (Visva Bharati Professor) গ্রেফতার করে। অভিযোগকারীর আইনজীবী বলেন, যেহেতু উনি একজন অধ্যাপক হয়ে এক ছাত্রের বিরুদ্ধে জাত তুলে যে অশালীন মন্তব্য করেছিলেন, তাতে জামিনের তীব্র বিরোধিতা করি। আদালত তা শুনেছেন। ২৫ এপ্রিল পর্যন্ত অভিযুক্তের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন এবং কেস ডায়েরি তলব করেছেন। অভিযুক্তের জামিন না হলে, তাঁকে জেল হেফাজতে রেখেই বিচারপর্ব চলবে।

Latest article