প্রতিবেদন : বীরভূম জেলায় দলীয় নেতৃত্বকে নিজেদের মধ্যে সমন্বয় বাড়ানোর নির্দেশ দিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে জেলায় আরও বেশি করে দলীয় কর্মসূচি বাড়ানোর নির্দেশও দিয়েছেন তিনি। সেই সঙ্গে অভিষেক স্পষ্ট জানিয়ে দিয়েছেন, দলে কোনওরকম দুর্নীতি তিনি বরদাস্ত করবেন না। কারও বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এলে দল তা তদন্ত করে দেখবে। অভিযোগ প্রমাণিত হলে তিনি যত বড় নেতাই হোন না কেন, দল তাঁকে রেয়াত করবে না। কড়া পদক্ষেপ নেওয়া হবে।
আরও পড়ুন-৩৬ হাজার শিক্ষকের চাকরি গেলে পর্ষদ নীরব থাকবে না, নিয়ম মেনেই নিয়োগ, রায় চ্যালেঞ্জ কোর্টে
শুক্রবার নানুরের ক্যাম্পেই দুপুর ২টো থেকে বীরভূম জেলা নেতৃত্বকে নিয়ে বৈঠক করেন অভিষেক। সেইখানে আগামী পঞ্চায়েত নির্বাচন ও ২০২৪-এর লোকসভা নির্বাচনের প্রেক্ষাপটে একগুচ্ছ নির্দেশ দেন। বৈঠক উপস্থিত বিকাশ রায়চৌধুরী, মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, আশিস বন্দ্যোপাধ্যায়, কাজল শেখ, অভিজিৎ সিংহ, সাংসদ শতাব্দী রায়, অসিত মাল-সহ জেলার সমস্ত সাংগঠনিক পদাধিকারী-বিধায়ক-জেলা কোর কমিটির সব সদস্যকে স্পষ্ট ভাষায় অভিষেক জানিয়ে দেন, সকলকে একসঙ্গে মিলেমিশে কাজ করতে হবে। বীরভূমে পঞ্চায়েতে ভাল ফল করতে হবে। অভিষেক বলেন, মানুষের আবেগ রয়েছে, সেটাকে সম্মান করে দলের কাজ করতে হবে। মুরারই-ময়ূরেশ্বর-সহ জেলার ৬-৭টি ব্লকে দলের কর্মসূচি বাড়াতে হবে। ব্লক সভাপতিদের সঙ্গে বিধায়ক ও অন্যান্য সাংগঠনিক পদাধিকারীদের আরও বেশি করে সমন্বয় বাড়াতে হবে। ময়ূরেশ্বরের এক ব্লক সভাপতি অসুস্থ। সেখানে দলের কর্মসূচি কম হচ্ছে।
আরও পড়ুন-টানা তিনবার সেরা বাঙ্গুর
এই জেলার কোর কমিটিকে অভিষেকের নির্দেশ, গোটা জেলায় প্রতিটি অঞ্চল-ব্লকে নজর রাখতে হবে। সভাপতিদের সঙ্গে আলোচনা করে যে কোনও সমস্যার সমাধান করতে হবে। আর বড় কোনও সমস্যা যা জেলাস্তরে মেটানো না গেলে রাজ্য নেতৃত্বকে জানানোর নির্দেশ দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সব মিলিয়ে বীরভূমে তিনদিনের জনসংযোগ কর্মসূচির পর জেলা ছাড়ার আগে, জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠকের মধ্যে দিয়ে বার্তা দিয়ে গেলেন আগামী দিনে রাস্তায় নেমে মানুষের পাশে থেকে তাঁদের জন্য কাজ করতে হবে।
‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের…
মানুষের ছোট ছোট অসুবিধাগুলিকে দূর করে তাদের জীবন সহজ করা। সেবার মধ্যে দিয়ে কঠিন বাধা…
নাগপুর : এবারে কি সত্যিই ঘনিয়ে এল মোদির বিদায়বেলা? দলের অন্দর থেকেই সুস্পষ্ট বার্তা, অনেক…
শ্রীনগর : সেনাবাহিনীর (Indian Army) সঙ্গে কিশতওয়ারের জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়েছিল…
ওয়াশিংটন: ইউরোপের দেশগুলির উপর শুল্কের ভার চাপিয়ে গ্রিনল্যান্ড (Greenland_America) দখল করার কৌশল নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট…
নয়াদিল্লি : কেন্দ্রীয় সরকারের সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার স্থগিত রাখার সিদ্ধান্তের প্রতিবাদে অভিনব পদক্ষেপ নিলেন তামিলনাড়ুর…