বর্ণাঢ্য অনুষ্ঠানে মেতে উঠল ডায়মন্ড হারবার

Must read

নাজির হোসেন লস্কর: মাসখানেক আগেই পুজোর বাদ্যি বেজে উঠল বঙ্গে। বাংলার দুর্গাপুজোকে ‘আবহমান ঐতিহ্য’-র তালিকায় স্থান দিয়েছে ইউনেস্কো। তাদের ধন্যবাদ জানিয়ে বৃহস্পতিবার শহর কলকাতার পাশাপাশি রাজ্যের জেলাগুলিতেও বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়।

এদিন দক্ষিণ ২৪ পরগনা জেলায় ডায়মন্ড হারবার (Diamond Harbour Stadium) স্টেডিয়াম থেকে দুপুর ২টোয় পদযাত্রার উদ্বোধন করেন মন্ত্রী বঙ্কিম চন্দ্র হাজরা। উলুধ্বনি, শঙ্খধ্বনি, ঢাকের তালে তালে জেলার হাজার হাজার মানুষ সানন্দে পা মেলান পদযাত্রায়।

হুগলি নদীর ফুরফুরে হাওয়া গায়ে লাগিয়ে ১১৭ নম্বর জাতীয় সড়ক ধরে বিভিন্ন পুজো কমিটির উদ্যোক্তা, স্কুল পড়ুয়া, লোকশিল্পী, জনপ্রতিনিধি থেকে শুরু করে সর্বস্তরের মানুষ এগিয়ে চলে কেল্লার মাঠের উদ্দেশ্যে।

গঙ্গাবক্ষে পড়ন্ত বিকালের আলোর ঝলকে প্রশাসনের সাজানো সৌখিন নৌকাও তার গতিপথে এগিয়ে যায় বাংলার ঐতিহ্যকে সামনে রেখে। পদযাত্রা শেষে এক মনোজ্ঞ অনুষ্ঠানের সূচনা করেন জেলাশাসক সুমিত গুপ্তা। বক্তব্য রাখেন সাংসদ প্রতিমা মণ্ডল, সভাধিপতি শামিমা সেখ, মন্ত্রী দিলীপ মণ্ডল প্রমুখ। উপস্থিত ছিলেন বিধায়ক পান্নালাল হালদার, যোগরঞ্জন হালদার, মন্টুরাম পাখিরা, গিয়াসউদ্দিন মোল্লা, নমিতা সাহা, সওকাত মোল্লা সহ জেলার অন্যান্য জনপ্রতিনিধিরা।

বারুইপুর পুলিশ জেলার এসপি পুষ্পা, ডায়মন্ড হারবার (Diamond Harbour) পুলিশ জেলার এসপি ধৃতিমান সরকারও অনুষ্ঠানে সামিল হন। সুষ্ঠুভাবে পরিচালনার জন্য মহকুমা প্রশাসনকে সাধুবাদ জানান বিশিষ্টজনেরা। বিশেষ করে মহকুমাশাসক অঞ্জন ঘোষ ও এসডিপিও মিথুনকুমার দের প্রশংসা করেন তাঁরা।

মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে আবৃত্তি, বাউল গান, লোকসংস্কৃতিকে তুলে ধরা হয়। বিভিন্ন পুজো কমিটির প্রতিনিধিরা এ বছরে তাদের থিম সম্পর্কে জানান দেয়। শিল্প ও কলার এক অসাধারণ মেলবন্ধন এবং সর্বস্তরের মানুষের প্রত্যক্ষ অংশগ্রহণে উৎসবের রূপ নেয় হুগলি নদী তীরবর্তী ডায়মন্ড হারবার।

আরও পড়ুন: আপ্লুত UNESCO-এর প্রতিনিধিরা: বললেন, এই বিশাল বর্ণময় আয়োজন আশা করিনি

Latest article