প্রতিবেদন : অনন্ত জলরাশি, বিস্তৃত দিগন্ত, জগন্নাথধামের দ্বারোদ্ঘাটন— এই তিনের মিশেলে সৈকত শহর পরিণত হয়েছে স্বর্গরাজ্যে। এই আবহে প্রয়োজন ছিল সঙ্গীত মুখরিত অনুষ্ঠানের। আর সেই অভাব পূরণ করলেন নচিকেতা চক্রবর্তী, অদিতি মুন্সি, দেব, জুন মালিয়া, রচনা বন্দ্যোপাধ্যায়, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, লাভলি মৈত্র, জিৎ গঙ্গোপাধ্যায়, রূপঙ্কর বাগচী, শ্রীকান্ত মোহতা, অরিন্দম শীল, নৃত্যশিল্পী ডোনা গঙ্গোপাধ্যায়েরা। উপস্থিত ছিলেন দেবলীনা কুমার, ভিভান ঘোষ। বিধায়ক অদিতি মুন্সির গান দিয়ে শুরু হয় অনুষ্ঠান। অনুষ্ঠান সঞ্চালনা করেন রাজ্যের মন্ত্রী তথা সঙ্গীতশিল্পী ইন্দ্রনীল সেন। অনুষ্ঠানের শেষের দিকে প্রভু জগন্নাথকে নিয়ে মুখ্যমন্ত্রীর লেখা গান পরিবেশ করেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা ও সুর-করা গান গেয়েছেন জিৎ গঙ্গোপাধ্যায়, শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়। নৃত্য পরিবেশন করেন ডোনা গঙ্গোপাধ্যায়। সম্প্রীতির ঐতিহাসিক মিলনক্ষেত্র দিঘায় জগন্নাথধামকে সাক্ষী রেখে মুখ্যমন্ত্রী গোটা দেশকে বার্তা দিয়েছেন। আসলে দিঘায় এখন পর্যটনের সঙ্গে আধ্যাত্মিকতার মিলন ঘটেছে বঙ্গোপসাগরের সৈকতভূমিতে। দেব বলেন, বিভেদ উড়িয়ে বাংলা থেকে ফের সম্প্রীতির নিশান উড়িয়ে মুখ্যমন্ত্রী বুঝিয়ে দিয়েছেন, বাংলা চিরকাল দেশকে পথ দেখিয়েছে, এবারও মুখ্যমন্ত্রী সেই পরম্পরা বজায় রেখেছেন।
আরও পড়ুন- দিঘার জগন্নাথধাম নিয়ে সিপিএমের মিথ্যাচার, কড়া জবাব তৃণমূলের