নিষেধাজ্ঞাই বিকল্প

সর্বভারতীয় সংবাদমাধ্যমের সঙ্গে আলোচনায় তিনি রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং তার অর্থনৈতিক প্রভাব নিয়ে নিজের পর্যবেক্ষণের বিষয়ে জানিয়েছেন

Must read

প্রতিবেশী দেশ ইউক্রেনের উপর রাশিয়ার ভয়াবহ আগ্রাসনের জেরে পশ্চিমি দেশগুলির অর্থনৈতিক নিষেধাজ্ঞার মুখে পড়েছে রাশিয়া। ভারতের রিজার্ভ ব্যাঙ্কের প্রাক্তন গভর্নর রঘুরাম রাজনের অভিমত, এসবই আদতে বিকল্প শাস্তির মাধ্যম। সরাসরি শায়েস্তা করার কোনও ব্যবস্থা রাশিয়ার বিরুদ্ধে নেওয়া যাচ্ছে না। কারণ, বিশ্বজনীন নিয়ন্ত্রণ ও পরিচালনের যে বন্দোবস্ত ছিল, তা আর কাজ করছে না। ইঙ্গিতে তিনি যুদ্ধপরিস্থিতিতে রাষ্ট্রপুঞ্জের অসহায়তার কথাই তুলে ধরেছেন।

আরও পড়ুন-গুলিতে ঝাঁঝরা ১৯

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের সঙ্গে আলোচনায় তিনি রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং তার অর্থনৈতিক প্রভাব নিয়ে নিজের পর্যবেক্ষণের বিষয়ে জানিয়েছেন। তাঁর দাবি, রাশিয়া এখন হয়তো বুঝছে না। তবে যেভাবে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপিত হয়েছে, তার সুদূরপ্রসারী ফল তাদের ভোগ করতে হবে। ভেঙে পড়বে রুশ অর্থনীতি। রাজনের মতে, এই নিষেধাজ্ঞাই হল বিশ্বে শৃঙ্খলা বজায় রাখার এক নতুন অস্ত্র। কারণ পুরনো সব অস্ত্রই এখন হয় ভোঁতা, নতুবা অকেজো।

Latest article