সংবাদদাতা, রায়গঞ্জ : পরিবেশ দূষণ রুখতে নয়া পদক্ষেপ রাজ্যের। বুধবার নাড়া পোড়ানো প্রতিরোধ দিবস হিসেবে পালিত হল। সেই অনুযায়ী উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ, কালিয়াগঞ্জ, ইটাহার সহ বিভিন্ন ব্লকে একটি সচেতনতামূলক কর্মসূচি আয়োজন করা হয়। রায়গঞ্জের উদয়পুরে কৃষক বাজার থেকে একটি পদযাত্রা বের করা হয়। পাশাপাশি সচেতনতামূলক প্রচার চালানো হয়। সহ কৃষি অধিকর্তা তুষার কান্তি চৌধুরী বলেন, এখন আমন ধানের সিজন শেষ হয়েছে। ধান কাটার পর জমিতে দ্রুত পরের চাষের জন্য তৈরি করতে নাড়া পোড়ানোর প্রবণতা বাড়ে। কিন্তু এর ফলে জমির উর্বরতা কমে, বায়ু দূষণ, মৃত্তিকা দূষণ হয়। কেউ যাতে নাড়া না পোড়ায় তার জন্য সকলকে সচেতন করা হয়েছে। অপরদিকে নাড়া না পোড়ানোর সচেতন শিবির ও সচেতন মূলক শোভাযাত্রা বের করা হল ইটাহারে। এদিন ইটাহার ব্লক কৃষি দফতরের উদ্যোগে ব্লকের বিভিন্ন এলাকার কৃষকদের নিয়ে শ্রীপুর এলাকার রাস্তায় সচেতনতা মূলক শোভাযাত্রা ও কৃষি দফতর প্রাঙ্গণের সভা হলে কৃষকদের নিয়ে ধান সচেতনতামূলক বৈঠক করেন ব্লক ও জেলা কৃষি আধিকারিকগন। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন রায়গঞ্জে মহাকুমার সহ কৃষি অধিকর্তা নবেন্দু বসাক, ব্লক সহ কৃষি অধিকর্তা বিপ্লব সরকার সহ অন্যান্যরা। ফসলের অবশিষ্টাংশ পোড়ানো প্রতিরোধ দিবস পালন করা হল কালিয়াগঞ্জেও। কালিয়াগঞ্জ ব্লক কৃষি দফতরের উদ্যোগে কৃষক বাজারে ব্লকের কৃষকদের নিয়ে একটি সচেতনতা শিবিরের আয়োজন করা হয়৷ উপস্থিত ছিলেন জেলা সহ অধিকর্তা ড: কৌশীক নাথ,মহকুমা কৃষি আধিকর্তা দীবেন্দু রায়,ব্লক কৃষি অধিকারিক,পঞ্চায়েত সমিতির সভাপতি হীরন্ময় সরকার, ব্লক কৃষি কর্মাধ্যক্ষ পঞ্চমী দাস সহ অন্যান্যরা।
পরিবেশ দূষণ রুখতে নাড়া পোড়া নিষেধ কর্মসূচি
সেই অনুযায়ী উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ, কালিয়াগঞ্জ, ইটাহার সহ বিভিন্ন ব্লকে একটি সচেতনতামূলক কর্মসূচি আয়োজন করা হয়।