প্রতিবেদন : গঙ্গাসাগরে (Gangasagar) এই প্রথম প্রশাসনিক বৈঠক হল। মুখ্যমন্ত্রীর (Chief Minister) এই উদ্যোগকে সর্বতভাবেই স্বাগত জানালেন দক্ষিণ ২৪ পরগনার মানুষ। জেলাপরিষদের সভাধিপতি শামিমা শেখ এদিন মুখ্যমন্ত্রীর এই উদ্যোগের প্রশংসা করেন। প্রশংসা করেন গোসাবার নতুন বিধায়ক সুব্রত মণ্ডলও। মুখ্যমন্ত্রী এদিন জেলাশাসক-সহ প্রশাসনিক অফিসারদের নির্দেশ দেন কোনও অবস্থাতেই দুয়ারে সরকার প্রকল্পকে অবহেলা করা যাবে না। তিনি লক্ষ্মীর ভাণ্ডারের থেকে শুরু করে স্টুডেন্ট ক্রেডিট কার্ড, সবুজসাথী সাইকেল বিতরণ ও স্বাস্থ্যসাথী কার্ড এ-সব বিষয়ে কতদূর কাজ এগিয়েছে তা জানতে চান। অফিসারদের বলেন, কোনও কাজ ফেলে রাখা যাবে না। বিভিন্ন বিভাগীয় অফিসার তাঁদের কী গতিতে কাজ চলছে তার বিস্তারিত রিপোর্ট দেন। তবে মুখ্যমন্ত্রী বলেছেন, স্টুডেন্ট ক্রেডিট কার্ড ফেলে রাখা যাবে না। যদি কোনও ব্যাঙ্ক ওই টাকা দিতে রাজি না হয় সেক্ষেত্রে বিভিন্ন সমবায় ব্যাঙ্ক থেকে এই সুযোগ দিতে হবে।
আরও পড়ুন-আরও নতুন ফিশিং হাব