প্রকল্প করা যাবে মুখ্যমন্ত্রীদের নামে, জানাল সুপ্রিম কোর্ট

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনের নামে সরকারি প্রকল্প চালানোর উপর মাদ্রাজ হাইকোর্ট নিষেধাজ্ঞা জারি করেছিল।

Must read

প্রতিবেদন : রাজ্যের প্রকল্প মুখ্যমন্ত্রীর নামে করা যাবে। বুধবার সুপ্রিম কোর্ট (Supreme court) স্পষ্ট ভাষায় জানিয়ে দিল। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনের নামে সরকারি প্রকল্প চালানোর উপর মাদ্রাজ হাইকোর্ট নিষেধাজ্ঞা জারি করেছিল। বুধবার সুপ্রিম কোর্ট তা বাতিল করেছে। পাশাপাশি মামলাকারী এআইএডিএমকে সাংসদ শানমুগমকে ১০ লক্ষ টাকা জরিমানা করেছে।

আরও পড়ুন-বুথে বুথে নিবিড় জনসংযোগে জোর দিলেন অভিষেক

সুপ্রিম কোর্টের এই নির্দেশ রাজ্য সরকারগুলির ক্ষেত্রে বড় জয়। বিজেপি-বিরোধী রাজ্যসরকারগুলিকে অনেক ক্ষেত্রেই কেন্দ্রের বিজেপি সরকার কারণ না দেখিয়ে মুখ্যমন্ত্রীর নামে প্রকল্পগুলিকে বন্ধ করতে বলে। ডিভিশন বেঞ্চ এদিন বলে, সমস্ত কেন্দ্র ও রাজ্যগুলিতে নেতাদের নামে প্রকল্প চালু আছে। এটি পক্ষপাতদুষ্ট ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে মনে হচ্ছে।

Latest article