প্রতিবেদন: বিশ্বভারতী (Visva-Bharati University) তার গৌরব হারিয়েছে। হারানো গৌরব ফিরিয়ে আনতে বিশ্বভারতীর অগণতান্ত্রিক ও স্বৈরাচারী উপাচার্যকে (VC Bidyut Chakraborty) সরানোর দাবি তুললেন বিশিষ্টজনেরা। রবিবার কলকাতা প্রেস ক্লাবে ‘বিশ্বভারতীতে রবীন্দ্র চিন্তার মুক্তধারা অবরুদ্ধ’ শীর্ষক সভায় এর পক্ষে সওয়াল করেন বিশিষ্টজনেরা। অভীক সরকার বলেন, রবীন্দ্রনাথ যে চিন্তাধারা নিয়ে বিশ্বভারতী শুরু করেছিলেন তার বিপরীত পথে হাঁটছেন বর্তমান উপাচার্য। অভিনেতা মনোজ মিত্র (Manoj Mitra) বলেন, উপাচার্য (VC Bidyut Chakraborty) পড়ুয়াদের সঙ্গে অত্যন্ত খারাপ ব্যবহার করেন যা কাম্য নয়। তিনি বিশ্বভারতীকে রাজনৈতিক প্রচারের মঞ্চ হিসেবে ব্যবহার করেছেন। সংগীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায় (Pratul Mukherjee) বলেন, শিক্ষার যে সর্বব্যাপী স্থান তাতে বাধা সৃষ্টি করছেন উপাচার্য। অমর্ত্য সেনকে অসম্মান করা হচ্ছে। চিত্রশিল্পী শুভাপ্রসন্ন প্রশ্ন তোলেন, বিশ্বভারতীর উপাচার্য কোন অধিকারে অমর্ত্য সেনের মতো মানুষের সমালোচনা করেন।
আরও পড়ুন: আজ উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী