জাতীয়

প্রতিশ্রুতি ছিল পাঁচ লক্ষের, দেওয়া হচ্ছে ৫০০০! ক্ষতিপূরণ নিয়ে ক্ষুব্ধ উত্তরকাশীর ধরালীর ক্ষতিগ্রস্তরা

ক্ষতিপূরণেও চরম দুর্নীতির অভিযোগ! একদিকে মেঘ ভাঙা বৃষ্টি অন্যদিকে বন্যা, সবমিলিয়ে রীতিমত বিধ্বস্ত উত্তরাখণ্ডের (Uttarakhand) উত্তরকাশী। বিপর্যস্ত এলাকাগুলিতে পাঁচ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দেওয়া হয় রাজ্য সরকারের তরফে। কিন্তু আদতে গ্রামবাসীদের হাতে ধরিয়ে দেওয়া হচ্ছে পাঁচ হাজার টাকার চেক। এই নিয়ে এবার ক্ষোভ বাড়ছে গ্রামবাসীদের মধ্যে। সূত্রের খবর এই টাকা তাঁরা নিতে অস্বীকার করেছেন। প্রশ্ন তুলছেন তারা যে এই টাকায় কী হবে?

আরও পড়ুন-নবান্ন অভিযানের নামে অসভ্যতা! বিজেপি নেতাদের বিরুদ্ধে পুলিশের এফআইআর

প্রশাসনের যুক্তি ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখে গ্রামবাসীদের হাতে টাকা তুলে দেওয়া হবে। কিন্তু তার কোন নির্দিষ্ট দিনক্ষণ তারা জানাতে পারল না। গত ৫ অগাস্ট উত্তরকাশীর হর্ষিল উপত্যকার ধরালী এবং হর্ষিল গ্রামে ভয়ঙ্কর হড়পা বানের ফলে বহু মানুষ গৃহহীন হয়েছেন। বিপুল পরিমান ক্ষয়ক্ষতি হয়েছে। পরিস্থিতি সামাল দিতে না পেরে এই দুই গ্রামের ক্ষতিগ্রস্ত পরিবারগুলির হাতে পাঁচ হাজার টাকা তুলে দিয়েছে রাজ্য সরকার। কিন্তু গ্রামবাসীদের অভিযোগ, এই সামান্য টাকা দিয়ে তাদের সমস্যার সমাধান হবে না। তাদের তরফে অভিযোগ করা হয়েছে, রাজ্য সরকার ক্ষয়ক্ষতিকে অনেকটা কমিয়ে দেখানোর চেষ্টা করছে।

আরও পড়ুন-”বেটি বাঁচাও, বেটি পড়াও, বিজেপির কাছে লরি ট্রাকের পিছনে লেখার একটি স্লোগান মাত্র”, সরব সায়নী

উত্তরকাশীর জেলাশাসক এই বিষয়ে জানিয়েছেন, আপাতত ৫ হাজার টাকা দেওয়া হচ্ছে। ক্ষয়ক্ষতির পরিমান জানা গেলে একটি সম্পূর্ণ তালিকা তৈরি করা হবে। তারপর সঠিক ক্ষতিপূরণ দেওয়া হবে। কিন্তু দুর্যোগের পর মুখ্যমন্ত্রী পুষ্কর সিংহ ধামী ঘোষণা করেছিলেন গৃহহীন হয়েছেন, যারা তাঁদের পাঁচ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে। মৃতদের পরিবারগুলির জন্য একই পরিমাণ ক্ষতিপূরণ ঘোষণা করেছিলেন তিনি। কত ক্ষয়ক্ষতি হয়েছে, সেটা খতিয়ে দেখার জন্য তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

আরও পড়ুন-দিনের কবিতা

জানা গিয়েছে, ধরালীর ৩৫টি পরিবার সম্পূর্ণ নিঃস্ব হয়ে গিয়েছে। হর্ষিল গ্রামেরও অবস্থা বেশি সঙ্কটজনক। তার মধ্যে ক্ষতিপূরণের এই সামান্য টাকা পাওয়ায় ক্ষোভ বাড়ছে দুই গ্রামে। শেষ পাওয়া খবর অনুযায়ী, শনিবার পর্যন্ত বিপর্যস্ত এলাকাগুলি থেকে ৮২৫ জনকে উদ্ধার করা হয়েছে।

Jago Bangla

Recent Posts

স্মৃতিদের পাঁচে পাঁচ

বরোদা, ১৯ জানুয়ারি : ডব্লুপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর স্বপ্নের দৌড় অব্যাহত। সোমবার গুজরাট জায়ান্টসকে ৬১…

3 minutes ago

দিনের কবিতা

‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের…

12 minutes ago

মঙ্গলবার ডায়মন্ড হারবারে সেবাশ্রয়-২ পরিদর্শনে অভিষেক বন্দ্যোপাধ্যায়

মানুষের ছোট ছোট অসুবিধাগুলিকে দূর করে তাদের জীবন সহজ করা। সেবার মধ্যে দিয়ে কঠিন বাধা…

37 minutes ago

সত্যিই আসন্ন মোদির বিদায়বেলা? বয়স নিয়ে খোঁচা গড়করির

নাগপুর : এবারে কি সত্যিই ঘনিয়ে এল মোদির বিদায়বেলা? দলের অন্দর থেকেই সুস্পষ্ট বার্তা, অনেক…

10 hours ago

জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই, কিশতওয়ারে শহিদ জওয়ান

শ্রীনগর : সেনাবাহিনীর (Indian Army) সঙ্গে কিশতওয়ারের জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়েছিল…

10 hours ago

ট্রাম্পের শুল্কতোপের মুখেও অনড় ইউরোপের ঐক্য, পাল্টা পরিকল্পনা

ওয়াশিংটন: ইউরোপের দেশগুলির উপর শুল্কের ভার চাপিয়ে গ্রিনল্যান্ড (Greenland_America) দখল করার কৌশল নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট…

10 hours ago