সংবাদদাতা, শিলিগুড়ি : উন্নয়নকে হাতিয়ার করে জলপাইগুড়ি জেলার চা-বাগান অধ্যুষিত গোর্খা ও আদিবাসী জনজাতিদের মধ্যে নির্বাচনের প্রচার সারলেন রাজ্যসভার সাংসদ শান্তা ছেত্রী। বুধবার জলপাইগুড়ি জেলার চা-বাগান অধ্যুষিত এলাকা বাগড়াকোট, ওদলাবাড়ি, পাথরঝরা, মাঝাবাড়ি সহ আরও বিভিন্ন এলাকায় পঞ্চায়েত প্রার্থীদের সঙ্গে নিয়ে প্রচার করেন।
আরও পড়ুন-অমানবিক, ৭ লক্ষ ইউক্রেনীয় শিশু আটকে রাশিয়ায়
প্রচারের মূল হাতিয়ারই ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন। মূলত সামাজিক প্রকল্পগুলিকে সামনে রেখেই চা-বাগান অধ্যুষিত এলাকার মানুষদের তৃণমূল কংগ্রেসকে ভোট দেওয়ার আবেদন জানিয়েছেন। প্রচারের সঙ্গে রাজ্য সরকারের কে কোন সুবিধা পায় তাও খোঁজ নিয়েছেন শান্তা ছেত্রী। লক্ষ্মীর ভাণ্ডার থেকে বার্ধক্যভাতা সকলেই এসব প্রকল্পের সুবিধা পাচ্ছেন কি না তা প্রচারে বেরিয়ে খোঁজ নেন। কোথাও কোনও সমস্যা থাকলে কীভাবে তার সমাধান হবে তাও বলে দিয়েছেন পাহাড়ের রাজ্যসভার সাংসদ। চা-বাগান এলাকার সাধারণ মানুষ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের খাদ্যসাথী প্রকল্পের সূত্রে লাভবান হয়েছেন। সকলেই রেশনে চাল পাচ্ছেন।
আরও পড়ুন-দলত্যাগ বিরোধী আইনে চাপে পড়বে দলবদলুরা?
এছাড়াও এদিন প্রচারে সাংসদ স্বাস্থ্যসাথী প্রকল্পের সুবিধা সাধারণ মানুষের কাছে তুলে ধরেন। যাঁরা এখনও এই কার্ডের জন্য আবেদন করেননি তাঁদের দ্রুত আবেদন করতে বলেন। প্রচারের পরে শান্তা ছেত্রী বলেন, জলপাইগুড়ি জেলার চা-বাগান অধ্যুষিত এলাকাগুলিতে প্রচুর গোর্খা জনজাতির ভাই-বোনেরা রয়েছেন। এছাড়াও আদিবাসী সম্প্রদায়ের ভাই-বোনেরাও আছেন। তাঁদের মধ্যেই আজকে তৃণমূল কংগ্রেস প্রার্থীদের সঙ্গে নিয়ে প্রচার সারলাম। প্রচারে উন্নয়নের বিষয়ে যাবতীয় তথ্য তুলে ধরা হয়েছে।