প্রতিবেদন : পাকিস্তানের সঙ্গে সাম্প্রতিক সংঘর্ষে নিহত শহিদ সেনানীদের (army) শ্রদ্ধা জানিয়ে রাজ্য বিধানসভায় একটি প্রস্তাব আনা হচ্ছে। অপারেশন সিঁদুরের সাফল্যের জন্য ভারতীয় সেনাকে ধন্যবাদ জানানো হবে ওই প্রস্তাবে। রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার জানিয়েছেন, আগামী ৯ জুন থেকে বিধানসভার পরবর্তী অধিবেশন শুরু হতে পারে।
আরও পড়ুন-কুমন্তব্য, বিজেপির মন্ত্রীকে সুপ্রিম ভর্ৎসনা
অধিবেশন সপ্তাহ দু-এক চলবে। ওই অধিবেশনেই এই প্রস্তাব আনা হবে। যদিও সেনাকে ধন্যবাদ জানিয়ে কবে প্রস্তাব আনা হতে পারে, তা এখনও চূড়ান্ত হয়নি। বিধানসভার কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে সেই সিদ্ধান্ত নেওয়া হবে। এর পাশাপাশি রাজ্যপালের পাঠানো রাজ্য সংখ্যালঘু কমিশন আইনের একটি সংশোধনী-সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিলের উপরেও অধিবেশনে আলোচনা হবে বলে জানিয়েছেন বিমান বন্দ্যোপাধ্যায়। গত মাসে জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গিহানায় ২৬ জনের মৃত্যু হয়েছিল। নিহতদের মধ্যে ২৫ জনই ছিলেন নিরীহ পর্যটক। ওই জঙ্গি হামলার পরই প্রত্যাঘাত করে ভারতীয় সেনাবাহিনী।