নবনীতা মণ্ডল নয়াদিল্লি: দেশের রাষ্ট্রপতির ক্ষমতা এবং অধিকারকে সঠিকভাবে কাজে লাগিয়ে সংবিধানিক মূল্যবোধ রক্ষা করার প্রতিশ্রুতি দিলেন সম্মিলিত বিরোধী জোটের রাষ্ট্রপতি পদপ্রার্থী যশোবন্ত সিনহা (Yashwant Sinha)। একসময়ে দেশের অর্থ, বিদেশমন্ত্রীর পাশাপাশি প্রাক্তন আইএএস অফিসার তিনি। ফলে সরকার এবং প্রশাসনের সমস্ত কাজই তাঁর নখদর্পণে। কেন্দ্রীয় মন্ত্রী ও আমলা হিসেবে কর্মজীবনের দীর্ঘ অভিজ্ঞতার সঙ্গে রাইসিনার শীর্ষপদে কাজ করার সুযোগ এলে তিনি মোদি সরকারের বিভিন্ন জনবিরোধী নীতি ও পদক্ষেপ থেকে দেশের মানুষকে রক্ষা করার দায়িত্ব নিতে চান। আর রাজ্যওয়ারি প্রচারে বেরিয়ে এই বক্তব্যই জনপ্রতিনিধিদের সামনে তুলে ধরবেন বলে জানালেন বাজপেয়ী জমানার মন্ত্রী ও মোদি সরকারের কট্টর সমালোচক যশোবন্ত সিনহা (Yashwant Sinha)।
আরও পড়ুন: অসমে বন্যায় মৃত্যু ১০০ ছাড়াল
এর আগে সংবাদমাধ্যমে জারি করা বিবৃতিতেও বিরোধী প্রার্থী জানিয়েছিলেন, দেশের সংবিধানে উল্লিখিত যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো ধ্বংস করছে মোদি সরকার। রাষ্ট্রপতির অধিকার ও ক্ষমতাবলে যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো মজবুত করাই তাঁর অন্যতম লক্ষ্য বলে ‘জাগোবাংলা’কে দেওয়া প্রতিক্রিয়ায় জানালেন যশোবন্ত সিনহা। তিনি নিজে ঝাড়খণ্ডের ভূমিপুত্র। কিন্তু রাষ্ট্রপতি পদে থেকে কোনও বিশেষ রাজ্য নয়, দেশের সমস্ত রাজ্যের প্রতি সমান দৃষ্টিভঙ্গি বজায় রাখা উচিত বলে মনে করেন যশোবন্ত। তিনি বলেন, রাষ্ট্রপতি পদ হল অনেক গৌরবের, দলীয় সঙ্কীর্ণতার উর্ধে। রাষ্ট্রপতি হিসেবে যখন শপথ নেওয়া হয় তখন সংবিধানকে রক্ষা করার কথাও ঘোষণা করা হয়। নির্বাচিত হলে আমার সবসময় সেই চেষ্টাই থাকবে যাতে সংবিধান বর্ণিত সমস্ত দায়িত্ব পালন করা যায়। রাষ্ট্রপতি পদ কোনও বিশেষ রাজনৈতিক দলের প্রতি দায়বদ্ধ থাকে না। অঙ্কের হিসেবে এখনও পর্যন্ত এগিয়ে আছেন বিজেপির প্রার্থী দ্রৌপদী মুর্মু। সে প্রসঙ্গে যশোবন্ত বলেন, হার-জিত রাজনীতির অঙ্গ। তিনি চান মতাদর্শগত অবস্থান থেকে এই প্রতিদ্বন্দ্বিতা করতে। সেই অনুযায়ী রাজ্যসফর শুরু করে দেবেন আগামী ২৭ জুন থেকে।