প্রতিবেদন: চার দেশের প্রায় সাড়ে পাঁচ লক্ষ ‘বৈধ’ অভিবাসীর আইনি সুরক্ষা প্রত্যাহার করে নিতে চলেছে আমেরিকার ট্রাম্প প্রশাসন। হোয়াইট হাউসের তরফে এই ঘোষণা হয়েছে। অনেকের আশঙ্কা, ট্রাম্প হয়তো এই সমস্ত অভিবাসীকে শেষপর্যন্ত আমেরিকা থেকে তাড়িয়ে দেওয়ারই পরিকল্পনা করছেন। সেই কারণেই আইনি সুরক্ষা প্রত্যাহার করা হল। এই চারটি দেশ হল হাইতি, ভেনেজুয়েলা, নিকারাগুয়া ও কিউবা।
আরও পড়ুন-বালুচরি, প্রশিক্ষিত ২০ শিল্পীকে সরকারি শংসাপত্র দিলেন মন্ত্রী
আমেরিকার হোমল্যান্ড সিকিউরিটি দফতর জানিয়েছে, মোট ৫ লক্ষ ৩০ হাজার অভিবাসীর আইনি সুরক্ষা প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হাইতি, ভেনেজুয়েলা, নিকারাগুয়া এবং কিউবার বাসিন্দা এঁরা। ২০২২ সালের অক্টোবরে এবং তার পরবর্তী সময়ে এই চার দেশ থেকে যাঁরা আমেরিকায় এসেছেন, তাঁদের কাছে আমেরিকায় থাকা এবং কাজ করার জন্য দু’বছরের অনুমতি ছিল। সাম্প্রতিক নোটিশ প্রকাশের এক মাসের মাথায় আগামী ২৪ এপ্রিল এই অভিবাসীরা আইনি সুরক্ষা হারাবেন বলে জানিয়েছে ট্রাম্পের প্রশাসন। এই চার দেশের অভিবাসীদের অর্থনৈতিক স্পনসরের মাধ্যমে আমেরিকায় প্রবেশের অনুমতি দিয়েছিলেন প্রাক্তন প্রেসিডেন্ট জো বাইডেন। সেই সিদ্ধান্তই বাতিল করলেন বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এই অভিবাসীদের নিজেদের দেশে ফেরত পাঠানো হবে কিনা তা এখনও স্পষ্ট নয়। যদিও ইতিমধ্যেই যে নির্দেশ জারি হয়েছে তাতেই যথেষ্ট আতঙ্কে অভিবাসীরা।