কনভয়ে হামলার প্রতিবাদ

Must read

সংবাদদাতা, হাওড়া : কুর্মিদের মুখোশ পরে বিজেপির লোকজন গড় শালবনিতে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Convoy of Abhishek Banerjee) কনভয়ে হামলা চালিয়ে মন্ত্রী বীরবাহা হাঁসদার গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। এই বর্বরোচিত আচরণের প্রতিবাদে গর্জে উঠল হাওড়া। শনিবার সকালে ডোমজুড় কেন্দ্র যুব তৃণমূলের উদ্যোগে সলপ মোড়ে ১৬ নম্বর জাতীয় সড়কে (মুম্বই রোড) তীব্র বিক্ষোভ প্রদর্শন করা হয়। হামলাকারীদের শনাক্ত করে কঠোর শাস্তির দাবিতে সরব হন যুব তৃণমূল কংগ্রেসের কর্মীরা। ডোমজুড় কেন্দ্র যুব তৃণমূলের সভাপতি নুরাজ মোল্লা বলেন, ‘‘পাথর ছুঁড়ে, হামলা করে কোনও আন্দোলন হয় না। কুর্মি আন্দোলনের নামে কিছু লোক পরিকল্পিতভাবে হামলা চালিয়েছে। জয় শ্রীরাম স্লোগান দিয়ে এই হামলা চলেছে। এতেই বোঝা যাচ্ছে কুর্মিদের মুখোশ পরে বিজেপি এই হামলা চালিয়েছে। আমাদের দলের সর্বভারতীয় নেতা ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Convoy of Abhishek Banerjee) নবজোয়ার কর্মসূচিতে জনপ্লাবনের ছবি দেখে আতঙ্কে বিজেপির লোকেরা এই হামলা চালিয়েছে।

আরও পড়ুন- বর্ষা দেরিতে, বৃষ্টির দাপট আরও কমবে

Latest article