বাংলা বিদ্বেষের প্রতিবাদ

ভিন রাজ্যে বাঙালি ও বাংলাভাষীদের উপর চলা অত্যাচারের প্রতিবাদে পথে নামল জেলা যুব তৃণমূল কংগ্রেস। শনিবার দুপুরে একটি বিশাল প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়

Must read

সংবাদদাতা, মালদহ: ভিন রাজ্যে বাঙালি ও বাংলাভাষীদের উপর চলা অত্যাচারের প্রতিবাদে পথে নামল জেলা যুব তৃণমূল কংগ্রেস। শনিবার দুপুরে একটি বিশাল প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়। মালদহ জেলা সভাপতি প্রসেনজিৎ দাসের নেতৃত্বে মিছিলটি মালদহ কলেজ মাঠ থেকে শুরু হয়ে কানির মোড়, ৪২০ মোড় ও রথবাড়ি এলাকা পরিক্রমা করে পুনরায় মালদহ কলেজে এসে শেষ হয়।

আরও পড়ুন-রাজরীতি মেনে আজও ময়নাকাঠে হয় বড়দেবীর কাঠামো

প্রতিবাদী স্লোগানে মুখরিত এই মিছিলে যুব তৃণমূলের বিপুল সমর্থক উপস্থিত ছিলেন। কেন্দ্রের বিজেপি সরকার ও প্রধানমন্ত্রীকে তীব্র ভাষায় আক্রমণ করে জেলা যুব সভাপতি প্রসেনজিৎ দাস বলেন, “বাংলার মানুষকে অবমাননা করা হলে আমরা চুপ থাকব না।” তিনি আরও জানান, বাঙালি ও বাংলাভাষীদের অধিকার রক্ষায় এই আন্দোলন চলবে। জেলার বিভিন্ন প্রান্ত থেকে অংশগ্রহণকারীরা বর্ণময় পতাকা, ব্যানার ও পোস্টার নিয়ে মিছিলে শামিল হন।

Latest article