প্রতিবেদন : ডাক্তারির সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা নিট (NEET) দুর্নীতি নিয়ে সারা দেশ তোলপাড়। বাংলার মাটিতে নিট বাতিলের দাবিতে এবার আন্দোলন শুরু হল। নেতৃত্বে বাংলা পক্ষ। একই সঙ্গে সংগঠনের তরফে ফের ডোমিসাইল-বি বাতিলের দাবি তোলা হয়েছে। ডোমিসাইল ও কাস্ট সার্টিফিকেট জালিয়াতির আশঙ্কাও করছে তারা। বুধবার বিধাননগরে রাজ্যেলর স্বাস্থ্য দফতরের সামনে এক ডেপুটেশন ও বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছিল বাংলা পক্ষ। তাদের দাবি, এ-রাজ্যে নিট বাতিল করতে হবে, ডোমিসাইল বি বাতিল করতে হবে। রাজ্যের কোটায় শুধু পশ্চিমবঙ্গের স্কুলগুলি থেকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পাশ করা পড়ুয়াদেরই ভর্তি করতে হবে। পাশাপাশি আগামী বছর থেকে পশ্চিমবঙ্গের মেডিক্যাল কলেজগুলিতে পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার মাধ্যমে ভর্তি করতে হবে। বাংলা পক্ষর সাধারণ সম্পাদক ডাঃ গর্গ চট্টোপাধ্যালয় বলেন, নিট-এর মাধ্যমমে বাঙালির করের টাকায় চলা সরকারি মেডিক্যাল কলেজগুলিতে বাঙালিকে বঞ্চিত করে অন্য রাজ্যের পড়ুয়াদের সুযোগ দেওয়া হচ্ছে। এই দুর্নীতির শিকড় অনেক গভীরে। প্রকৃত বাঙালি মেধা সুযোগ না পেয়ে বঞ্চিত হচ্ছে। টাকার বিনিময়ে র্যাঙ্ক কেনাবেচা চলছে। এই অবস্থা চলতে থাকলে আগামীদিনে বাংলার স্বাস্থ্যে ব্যোবস্থা ভেঙে পড়বে। অবিলম্বে এর প্রতিকার করতে হবে। নিট-এর ফলাফল অনুযায়ী ১৫ শতাংশ সর্বভারতীয় কোটায় বাইরের রাজ্যেথর পড়ুয়াদের ভর্তি করা হবে। এরপরও ডোমিসাইল বি-র মাধ্যেমে বঞ্চিত করা হচ্ছে রাজ্যেডর মেধাকে। মুখ্য্মন্ত্রী প্রকাশ্যেই ঘোষণা করার পরও ডোমিসাইল বি কেন বাতিল হয়নি, তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। গর্গ চট্টোপাধ্যানয়ের নেতৃত্বে চার সদস্যে র এক প্রতিনিধিদল রাজ্যেওর স্বাস্থ্য-শিক্ষা অধিকর্তা কৌস্তুভ নায়েকের সঙ্গে দেখা করেন। এই দলে ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কৌশিক মাইতি, শীর্ষ পরিষদ সদস্য আব্দুল লতিফ ও বাংলা ছাত্রপক্ষর রানা ভট্টাচার্য। কৌশিক মাইতি বলেন, স্বাস্থ্যতশিক্ষা অধিকর্তার সঙ্গে সদর্থক আলোচনা হয়েছে, তিনি দাবিগুলির সঙ্গে সহমত পোষণ করেছেন ও ঊর্ধতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করবেন বলে জানিয়েছেন। বারাকপুর-সহ বিভিন্ন মহকুমা শাসকের অফিসে যেভাবে জাল ডোমিসাইল তৈরির খবর আসছে, তা আশঙ্কাজনক। ডাক্তারির ক্ষেত্রে যাতে এই জাল সার্টিফিকেট ব্য্বহৃত না হয় তা সরকারকে নিশ্চিত করারও দাবি জানিয়েছেন তাঁরা। এদিনের প্রতিবাদ সভায় বাংলা পক্ষর সঙ্গেই বেশ কিছু নিট (NEET) পরীক্ষার্থী ও অভিভাবকও উপস্থিত ছিলেন।