পঞ্চানন বর্মার মূর্তিভাঙার প্রতিবাদ

Must read

সংবাদদাতা, কোচবিহার : রাজবংশী সমাজের মনীষী ঠাকুর পঞ্চানন বর্মার মূর্তি (Panchanan Varma’s statue) ভেঙেছে কারা? মূর্তি ভাঙাকে ঘিরে শনিবার চরম আকার নিয়েছে কোচবিহারের রাজনৈতিক উত্তাপ। মূর্তি ভাঙার প্রতিবাদে এলাকায় মিছিল করেছে তৃণমূল কংগ্রেস। ঘুঘুমারি অঞ্চল ও শুটকাবাড়ি অঞ্চলের সংলগ্ন এলাকায় স্থাপন করা হয়েছিল ঠাকুর পঞ্চানন বর্মার মূর্তিটি। শুটকাবাড়ি অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এই মূর্তি স্থাপন করা হয়েছিল। রাতের অন্ধকারে কে বা কারা মূর্তিটি (Panchanan Varma’s statue) ভেঙেছে বলে অভিযোগ। ওই ঘটনার প্রতিবাদে এলাকায় বিক্ষোভ-মিছিল করে তৃণমূল কংগ্রেস। নেতৃত্বে ছিলেন পঞ্চানন-অনুরাগী গিরীন্দ্রনাথ বর্মন, তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক। জেলাসভাপতি বললেন, নতুন করে ঠাকুর পঞ্চানন বর্মার মূর্তি বসানো হবে এই জায়গায়। সেটি দেখভালের জন্য একটি কমিটি গঠন করা হবে। এদিকে মূর্তিভাঙার প্রতিবাদ জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সাংসদ ও দলের মুখপাত্র পার্থপ্রতিম রায়। তিনি বলেন, যেভাবে মূর্তিটি ভেঙে উধাও করে দেওয়া হয়েছে, তাতে বোঝাই যাচ্ছে এখানে কোনও উদ্দেশ্য রয়েছে। অশান্তি পাকানোর উদ্দেশ্যেই এ-ধরনের ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

আরও পড়ুন- প্রস্তুতি সারা, কাল এসএসসি পরীক্ষা

Latest article