বিকাশের বাড়িতে বিক্ষোভ

পরে অবশ্য বিকাশবাবুর বাড়িতে পৌঁছে দেখাও করেন চাকরিপ্রার্থীরা। সাফাই দিয়ে বিকাশবাবু বলেন, এই মামলার শুনানি দীর্ঘদিন ধরে স্থগিত হয়ে রয়েছে।

Must read

প্রতিবেদন : মামলা করে চাকরি আটকে রেখেছেন। আমাদের চাকরি দিন। এই দাবিতে মঙ্গলবার আইনজীবী বিকাশ ভট্টাচার্যের বাড়িতে বিক্ষোভ দেখালেন এসএলএসটির চাকরিপ্রার্থীরা। বিকাশবাবুর করা মামলায় এসএলএসটির চাকরি আটকে রয়েছে। গোটা বিষয়টি এখন সুপ্রিম কোর্টে। তাই চাকরিপ্রার্থীদের দাবি ছিল, মামলা করে আর ঠেকিয়ে রাখবেন না আমাদের চাকরিতে। নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতিকে সামনে রেখে একের পর এক মামলায় সওয়াল করেছেন আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য।

আরও পড়ুন-হাওড়ায় প্রস্তুতি শুরু হল

অভিযোগ, সেই মামলার দীর্ঘসূত্রতার কারণে রাজ্য সরকারের সদিচ্ছা সত্ত্বেও পিছিয়ে গিয়েছে নিয়োগ প্রক্রিয়া। এভাবে মামলা আটকে রীতিমতো বেকায়দায় বিকাশ। মঙ্গলবার তাঁর বাড়িতে দরবার এসএলএসটি চাকরিপ্রার্থীদের। প্রথমে তিনি দেখা করতে চাননি। যার নিট ফল, দেখা করার দাবিতে বিক্ষোভ দেখালেন এসএলএসটি চাকরিপ্রার্থীরা। যদিও মুকুন্দপুরের সেই মিছিল আটকেছে পুলিশ। পরে অবশ্য বিকাশবাবুর বাড়িতে পৌঁছে দেখাও করেন চাকরিপ্রার্থীরা। সাফাই দিয়ে বিকাশবাবু বলেন, এই মামলার শুনানি দীর্ঘদিন ধরে স্থগিত হয়ে রয়েছে।

Latest article