ওড়িশায় বাঙালি উচ্ছেদ উৎকলভবনে প্রতিবাদ

মঙ্গলবার ধর্মতলায় লেনিন মূর্তির সামনে থেকে ওড়িশা সরকারের দফতর উৎকল ভবন পর্যন্ত একটি প্রতিবাদ মিছিল করে জাতীয় বাংলা সম্মেলন।

Must read

প্রতিবেদন : ওড়িশার মালকানগিরি জেলার এমভি-২৬ গ্রামে বাঙালি উচ্ছেদের প্রতিবাদে গর্জে উঠল বাংলা। মঙ্গলবার ধর্মতলায় লেনিন মূর্তির সামনে থেকে ওড়িশা সরকারের দফতর উৎকল ভবন পর্যন্ত একটি প্রতিবাদ মিছিল করে জাতীয় বাংলা সম্মেলন। মিছিলে সংগঠনের নেতা-কর্মীদের পাশাপাশি বিভিন্ন স্তরের মানুষ অংশ নেন। অবিলম্বে ঘরছাড়া বাঙালি পরিবারগুলির নিরাপত্তা নিশ্চিত করা, পুড়ে যাওয়া বাড়িঘরের ক্ষতিপূরণ প্রদান এবং ঘটনার সঙ্গে যুক্ত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তোলা হয়।

আরও পড়ুন-জাতির জনককে অবমাননা কেন? প্রশ্ন তুলল তৃণমূল

উল্লেখ্য, বিজেপিশাসিত ওড়িশায় ধারাবাহিকভাবে বাঙালি উদ্বাস্তুদের উপর আক্রমণ চলছে এবং মালকানগিরির ঘটনা তারই চরম দৃষ্টান্ত। ছয় দশকেরও বেশি সময় ধরে বসবাসকারী মানুষের কোনও নিরাপত্তা নেই। কেন আজও তাদের নিরাপত্তা নিশ্চিত করা গেল না, সেই প্রশ্ন তোলেন প্রতিবাদকারীরা। ১৯৫৮ সাল থেকে বসবাসকারী বাঙালি পরিবারগুলির হাজার হাজার সদস্য ঘরছাড়া হয়েছেন। বাঙালি উদ্বাস্তুদের বাড়িঘর জ্বালিয়ে দিয়ে বলপূর্বক এলাকা ছাড়তে বাধ্য করা চলছে এখনও।

Latest article