প্রতিবেদন: অদ্ভুত প্রতিবাদ! আমেরিকার জাতীয় পতাকার উল্টো ছবি পোস্ট করে প্রতিবাদ জানাচ্ছেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকরা। এই ঘটনায় বিস্মিত মার্কিন-মুলুকের বিভিন্ন মহল। পর্নস্টার স্টর্মি ড্যানিয়েলসকে ঘুষ দেওয়ার অভিযোগে সম্প্রতি দোষী সাব্যস্ত হয়েছেন ট্রাম্প। ফলে ক্ষোভের বিস্ফোরণ ঘটেছে রিপাবলিকান পার্টির সমর্থকদের মধ্যে। তারই বহিঃপ্রকাশ প্রতিবাদের এই অভিনব ধরনে। কিন্তু জাতীয় পতাকা উল্টে ছবি পোস্ট করার ঘটনার তীব্র নিন্দা করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তাঁর প্রতিক্রিয়া, আদালতের নির্দেশের বিরুদ্ধে জাতীয় পতাকার অবমাননা করে এই ধরনের বিক্ষোভ অত্যন্ত ভয়ঙ্কর। যা হচ্ছে খুবই বিপজ্জনক। আদালতের নির্দেশ পছন্দ হয়নি বলে এমন প্রতিবাদ, দায়িত্বজ্ঞানহীনতা ছাড়া আর কিছুই নয়। এদিকে বিচারপতি এবং জুরিদের উপর হামলার হুমকি আসায় ইতিমধ্যেই সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে মার্কিন প্রশাসন।
আরও পড়ুন-বৈষ্ণব কবিতা কেবল হিন্দু পদকর্তাদের রচনা নয়
লক্ষণীয়, বৃহস্পতিবার নিউ ইয়র্কের আদালত দোষী সাব্যস্ত করেছে ডোনাল্ড ট্রাম্পকে। ১২ জন জুরির সম্মতিতে দোষী সাব্যস্ত হওয়া ট্রাম্পের সাজা ঘোষণা হওয়ার কথা ১১ জুলাই। সংবাদসংস্থার খবর, মোট ৩৪টি অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়েছে তাঁকে। এরই বিরুদ্ধে প্রতিবাদের ঝড় ওঠে গোটা মার্কিন মুলুক জুড়ে। রিপাবলিকান প্রতিনিধি মার্জোরি টেলর গ্রিন থেকে শুরু করে গায়ক জেসন অ্যান্ডিয়ান- প্রত্যেকেই সামাজিক মাধ্যমে মুখর হয়ে ওঠেন প্রতিবাদে। ট্রাম্পের ভক্তরাও উগরে দেন অসন্তোষ। লক্ষণীয়, সরকারিভাবে রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট পদপ্রার্থীর নাম ঘোষণা হওয়ার কথা। কিন্তু ট্রাম্পের সাজা ঘোষণার পরে তাঁর পক্ষে আর নির্বাচনে দাঁড়ানো সম্ভব হবে কি না সেটাই এখন দেখার বিষয়। কারণ কারাদণ্ডের আদেশ হলে তা আর কখনওই সম্ভব নয়।